সড়ক নির্মাণে অনিয়ম হলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

0
150
Print Friendly, PDF & Email

Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:”Times New Roman”; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;}

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক নির্মাণ কাজের ক্ষেত্রে ঠিকারদার যে দলেরই হোক, অনিয়ম হলে ব্যবস্থা গ্রহণ করা হবেবৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে তিনি এ কথা বলেনওবায়দুলকাদের বলেন, ‘‘ভুলতা-মুড়াপাড়া সড়ক সংস্কারের ৪৩ লাখ টাকার কাজ বরাদ্দদেওয়া হয়েছেআমার কাছে খবর আছে এ সড়কের কাজ ধীরগতিতে চলছেঠিকাদারকেবলেছি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করার জন্যনয়তো ঠিকাদারের বিরুদ্ধেব্যবস্থা গ্রহণ করা হবে’’ তিনি জানান, সড়কের কাজে অবহেলা করায় দায়িত্বরত প্রকৌশলীকে শোকজ করার নিদের্শ দেওয়া হয়েছে

স্থানীয়দেরদাবির ভিত্তিতে ওবায়দুল কাদের বলেন, ‘‘ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েসড়কের ভুলতা ও গোকান্দাইল এলাকায় ফ্লাইওভারের কাজ হাতে নেওয়ার চিন্তারয়েছেইতোমধ্যে ঢাকা এবং আশপাশের এলাকার জন্য জাইকা ২শকোটি টাকার একটিবরাদ্দের পরিকল্পনা হাতে নিয়েছেবরাদ্দ পেলে সবার আগে এ এলাকায়ফ্লাইওভারের কাজ হবে’’  

শীতলক্ষ্যা সেতুর ব্যাপারে ওবায়দুর কাদেরবলেন, ‘‘সৌদি প্রতিনিধি দল এখন ঢাকায় এসেছেনআমরা তাদেরকে শীতলক্ষ্যা সেতুনির্মাণ কাজের তালিকা দিয়েছিএ বিষয়ে তারা সম্মতিও দিয়েছেন’’ সাভারেরভবন ধসের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘‘গ্রেফতারকৃত সোহেল রানার মতো আরোঅনেক রানা বাংলাদেশে রয়েছেতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবংঝুকিপূর্ণ  ভবন চিহ্নিত করে সেগুলোতে সিলগালা করে দেয়ারও নির্দেশ দেওয়াহয়েছে’’

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদসহ মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

 

শেয়ার করুন