দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের নিম্নমুখীপ্রবণতায় লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতালক্ষ্য করা যাচ্ছে।এদিন লেনদেন শুরুর প্রথম ৫মিনিট পর সকাল ১০টা৩৫মিনিটে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ১৪ পয়েন্ট কমে। ১০টা ৪০ মিনিট থেকেসূচক কমে ১৩ পযেন্ট, ১০টা ৪৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে কমেসূচক ১৮ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচক ১৭ পয়েন্ট, ১১টায় ডিএসই’র সাধারণ সূচক২১ পয়েন্ট, দুপুর ১২টায় সূচক ৮ পয়েন্ট কমে। তবে দুপুর ১টায় সূচক ১৩ পয়েন্টবেড়ে অবস্থান করে ৩ হাজার ৬৩২ পয়েন্টে।
এদিকে, ডিএসইএক্স সূচক ১০পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩ হাজার ৪৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্টকমে অবস্থান করছে ১ হাজার ২৭৬ পয়েন্টে।দুপুর ১টা পর্যন্ত ডিএসতে২১০টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট৯৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ সব তথ্য জানা গেছে।
জানাযায়, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোরমধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।লেনদেনেরভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেডএয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনালব্যাংক, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, সিভিও পেট্রোকেমিকেলএবং ওরিয়ন ফার্মা।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্তচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থানকরছে ৬ হাজার ৭৭৩ পয়েন্টে।এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ১২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।