ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন সরকারের দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত ভারতী হাই কমিশনারের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।সুরঞ্জিত সেনগুপ্ত সন্ধ্যার পর ওই বাসায় যান এবং এরপর দীর্ঘ সময় তারা বৈঠক করেন।
সূত্র জানায়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। এছাড়া সম্প্রতি সাভারে ভবনধসে বহু মানুষের হতাহতের ঘটনায় ভারতীয় হাই কমিশনার দুঃখ প্রকাশ করেন।