খালেদাকে সঠিক তথ্য জেনে কথা বলার আহ্বান নৌ-মন্ত্রীর

0
175
Print Friendly, PDF & Email

 

সাভার ট্রাজেডি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লাশ গুমের আশঙ্কা সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে নৌ-মন্ত্রী শাজাহান খান বিরোধীদলীয় নেতাকে সঠিক তথ্য জেনে কথা বলার আহ্বান জানিয়েছেনকর্মজীবী নারী আয়োজিতনিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করণে অংশগ্রহণমূলক কমিটির ভূমিকাশীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানানবৃহস্পতিবার বেলা ১১ টায় ওসমাসি স্মৃতি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়

 

নৌ-মন্ত্রী বলেন, “সাভার ট্রাজেডি নিয়ে খালেদা জিয়া বলেছেন, লাশ নাকি গুম হচ্ছেসাংবাদিকদের সামনে দিয়ে কীভাবে লাশ গুম হচ্ছে তা আমার বোধগম্য নয়আর এ ধরনের বক্তব্যের কারণে বিভ্রান্তি ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যেসুতরাং সঠিক তথ্য জেনে কথা বলুনগার্মেন্টস কারখানার ট্রেড ইউনিয়ন ও অংশীদারিত্বমূলক অংশগ্রহণ এক না মন্তব্য করে তিনি বলেন, “ট্রেড ইউনিয়ন শ্রমিকদের অধিকার নিয়ে মালিকদের সঙ্গে দর কষাকষি করতে পারে, যা অংশীদারিত্বমূলক নয়  শ্রম আইন কেবল গামেন্টস কর্মীদের জন্য নয়৪২ সেক্টরের মধ্যে ৩৮টি সেক্টরে নূন্যতম মজুরি নির্ধারণ করে দিয়েছিতবে সর্বাধিক শ্রমিকরা এই সেক্টরের জড়িত হওয়ায় মালিকরা মনে করেন শ্রম আইন শুধু গার্মেন্টস সেক্টরের জন্য

তিনি বলেন, “দেশের অবাধ ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ভোগ করা যাচ্ছে না৩০ শতাংশ শ্রমিক একত্রিত হয়েই ট্রেড ইউনিয়ন করতে পারবেতার মানে একই প্রতিষ্ঠান বা একই খাতের ৩০ শতাংশ শ্রমিক হতে হবে এমন কোনো বাধ্য বাধকতা নেইঅন্য বক্তারা বলেন, “গত স্পেকট্রাম ভবন, ফিনিক্স ভবন ধসে ২০০৫ ও ২০০৬ সালে মারা যায় ৮৪ জনএবার রানা প্লাজায় এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী লাশ উদ্ধার হয়েছে ৪১২টিএভাবে চলতে দেওয়া যেতে পারে নাইপিজেড ছাড়া আর কোথাও শ্রম আইন মানা হয় নামালিকদের শ্রম আইন মানতে বাধ্য করতে হবে

 

এ সময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার, শ্রমিক নেত্রী শিরীন আক্তার, নাজমা আক্তার প্রমুখ

 

শেয়ার করুন