সাভার ট্রাজেডি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লাশ গুমের আশঙ্কা সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে নৌ-মন্ত্রী শাজাহান খান বিরোধীদলীয় নেতাকে সঠিক তথ্য জেনে কথা বলার আহ্বান জানিয়েছেন।কর্মজীবী নারী আয়োজিত ‘নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করণে অংশগ্রহণমূলক কমিটির ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।বৃহস্পতিবার বেলা ১১ টায় ওসমাসি স্মৃতি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নৌ-মন্ত্রী বলেন, “সাভার ট্রাজেডি নিয়ে খালেদা জিয়া বলেছেন, লাশ নাকি গুম হচ্ছে।সাংবাদিকদের সামনে দিয়ে কীভাবে লাশ গুম হচ্ছে তা আমার বোধগম্য নয়। আর এ ধরনের বক্তব্যের কারণে বিভ্রান্তি ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সুতরাং সঠিক তথ্য জেনে কথা বলুন।” গার্মেন্টস কারখানার ট্রেড ইউনিয়ন ও অংশীদারিত্বমূলক অংশগ্রহণ এক না মন্তব্য করে তিনি বলেন, “ট্রেড ইউনিয়ন শ্রমিকদের অধিকার নিয়ে মালিকদের সঙ্গে দর কষাকষি করতে পারে, যা অংশীদারিত্বমূলক নয়। শ্রম আইন কেবল গামেন্টস কর্মীদের জন্য নয়। ৪২ সেক্টরের মধ্যে ৩৮টি সেক্টরে নূন্যতম মজুরি নির্ধারণ করে দিয়েছি। তবে সর্বাধিক শ্রমিকরা এই সেক্টরের জড়িত হওয়ায় মালিকরা মনে করেন শ্রম আইন শুধু গার্মেন্টস সেক্টরের জন্য।”
তিনি বলেন, “দেশের অবাধ ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ভোগ করা যাচ্ছে না। ৩০ শতাংশ শ্রমিক একত্রিত হয়েই ট্রেড ইউনিয়ন করতে পারবে। তার মানে একই প্রতিষ্ঠান বা একই খাতের ৩০ শতাংশ শ্রমিক হতে হবে এমন কোনো বাধ্য বাধকতা নেই।” অন্য বক্তারা বলেন, “গত স্পেকট্রাম ভবন, ফিনিক্স ভবন ধসে ২০০৫ ও ২০০৬ সালে মারা যায় ৮৪ জন। এবার রানা প্লাজায় এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী লাশ উদ্ধার হয়েছে ৪১২টি। এভাবে চলতে দেওয়া যেতে পারে না। ইপিজেড ছাড়া আর কোথাও শ্রম আইন মানা হয় না। মালিকদের শ্রম আইন মানতে বাধ্য করতে হবে।”
এ সময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার, শ্রমিক নেত্রী শিরীন আক্তার, নাজমা আক্তার প্রমুখ।