নাটোরের সিংড়ায় পুলিশ পরিচয়ে আসামী ধরতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছেন এক গৃহবধু। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নির্যাতিতার ¯^জনরা জানায়, সিংড়া উপজেলার ধুলাউরি শোরকোল গ্রামের গরু ব্যবসায়ীর স্ত্রী একাই নিজ বাড়িতে ছিলেন। রাতে ১০/১২জন লোক পুলিশ পরিচয় দিয়ে গৃহবধুকে দরজা খুলতে বলে। কিন্তু গৃহবধু দরজা খুলতে অ¯^ীকৃতি জানালে দরজা ভেঙ্গে ফেলার হুমকি দিলে গৃহবধু দরজা খুলে দেয়। এসময় ঘরের ভিতরে ঢুকে দুর্বৃত্তরা গৃহবুধর হাত-পা বেধে বাড়ির পার্শ্বে বারনই নদীর তীরে নিয়ে যায়। সেখানে গণধর্ষণ শেষে ফেলে রেখে যায় তারা। এসময় গৃহবধুর দুই শিশুর চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে নদীর তীর থেকে মুমূর্ষ অবস্থা গৃহবধুকে উদ্ধার কেের নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুর রহমান জানান, আসামী ধরতে পুলিশের কোন লোক রাতে ওই এলাকায় যায়নি। তবে বিষয়টি শুনেছি অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।