দুপচাঁচিয়া উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বাসাবাড়ি সংলগ্ন ৪টি দোকানে গভীর রাতে বিদ্যুতের শর্টসার্কিটে অগ্নিকান্ড সংঘটিত হয়। ঘটনার বিবরনে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে দোকানদারেরা প্রতিদিনের ন্যায় দোকানগুলি বন্ধ করে নিজ নিজ বাড়ি চলে যান। হঠাৎ করে দোকান ঘরের ভিতর থেকে আগুনের লেলিহান শিখা প্রত্য¶ করে অন্যান্য ব্যবসায়ীরা আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর প্রচেষ্টা অব্যাহত থাকে। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সংবাদ দেয়া হলে তারা দ্র“ত ঘটনাস্থলে পৌঁছে ৪টি দোকানের আগুন নেভাতে স¶ম হয়। দোকান গুলো হলো মোকলেছার রহমানের বেকারীর দোকান, আবু কালামের চা স্টল, নুর“ল মিস্ত্রীর কাপড়ের দোকান ও আবু রায়হানের দই মিষ্টির দোকান। আলতাফ হোসেনের বাড়ির আংশিক ¶তি হয়। তারা জানায় উক্ত অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫/৬ল¶ টাকার ¶তি সাধিত হয়েছে। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ ও থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।