নাটোরের গুরুদাসপুরে দুলু মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, কেন্দ্রিয় কমিটির ¯^নির্ভর বিষয়ক সম্পাদক নাটোর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এড.র“হুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৮দলীয় জোটের গ্রেফতার হওয়া বিভিন্ন নেতাকর্মীদের নিঃ¯^র্ত মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বিকাল সাড়ে ৪টায় থানা শিক্ষা সংর্ঘের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন এলাকা থেকে মিছিল বের হয়ে কেন্দ্রীয় মিছিলে এসে যোগ হয়। সুদীর্ঘ বিক্ষোভ মিছিলটি চাচঁকৈড় শহরের বিভিন্ন সড়ক প্রদ¶িন করে চাচঁকৈড় চৈতালি হাটের মোড়ে এসে থামে। সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন দুলু মুক্তি সংগ্রামের আহবায়ক মো. শরিফুল ইসলাম বিপ¬ব, মো. ফার“খ হোসেন, মো. আরিফুল ইসলাম, মো. জিয়াউর হক জিয়া, মো. শাহিন হোসেন, মো. রাজু আহমেদ, মো. রাজেদ আলী, রাসেল, ইয়ার“লম, ফার“খ প্রমুখ। বক্তারা আল্টিমেটাম দেন পনের দিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখর“ল ইসলাম আলমগীর, যুগ্ন মহাসচিব র“হুল কবির রিজভী, নাটোর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এড.র“হুল কুদ্দুস তালুকদার দুলুসহ সকল নেতাকর্মীদের নিঃ¯^র্ত মুক্তি দিতে হবে।
(bnpbdnews.com)২৯ এপ্রিল, ২০১৩