গুরুদাসপুরে দুলুর মুক্তির দাবিতে বিক্ষোভ

0
239
Print Friendly, PDF & Email

নাটোরের গুরুদাসপুরে দুলু মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, কেন্দ্রিয় কমিটির ¯^নির্ভর বিষয়ক সম্পাদক নাটোর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এড.রহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৮দলীয় জোটের গ্রেফতার হওয়া বিভিন্ন নেতাকর্মীদের নিঃ¯^র্ত মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

 

গত রোববার বিকাল সাড়ে ৪টায় থানা শিক্ষা সংর্ঘের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়বিভিন্ন এলাকা থেকে মিছিল বের হয়ে কেন্দ্রীয় মিছিলে এসে যোগ হয়সুদীর্ঘ বিক্ষোভ মিছিলটি চাচঁকৈড় শহরের বিভিন্ন সড়ক প্রদিন করে চাচঁকৈড় চৈতালি হাটের মোড়ে এসে থামেসেখানে এক সমাবেশের আয়োজন করা হয়সমাবেশে বক্তব্য রাখেন দুলু মুক্তি সংগ্রামের আহবায়ক মো. শরিফুল ইসলাম বিপ­¬, মো. ফারখ হোসেন, মো. আরিফুল ইসলাম, মো. জিয়াউর হক জিয়া, মো. শাহিন হোসেন, মো. রাজু আহমেদ, মো. রাজেদ আলী, রাসেল, ইয়ারলম, ফারখ প্রমুখবক্তারা আল্টিমেটাম দেন পনের দিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরল ইসলাম আলমগীর, যুগ্ন মহাসচিব রহুল কবির রিজভী, নাটোর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এড.রহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সকল নেতাকর্মীদের নিঃ¯^র্ত মুক্তি দিতে হবে

(bnpbdnews.com)২৯ এপ্রিল, ২০১৩

শেয়ার করুন