স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব ও অধিকার শক্তিশালীকরণে স্থানীয় সরকারের কার্যক্রম বিষয়ক উপজেলা ফোরাম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে সামাজিক কর্মসূচী ব্র্যাকে’র উদ্যোগে ইউনিয়ন পরিষদের নারী প্রতিনিধিদের নিয়ে এই সভা করা হয়। ব্র্যাক নাটোর শাখার ডিএমএসএলজি মানসুরা খাতুনের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, ব্র্যাক ম্যানেজার মহিতোষ সরকার, সামাজিক ক্ষমতায়ন ব্র্যাক সিংড়া শাখার সংগঠক রাশেদুল কবীর, নজরুল ইসলাম, জুয়েল রানা প্রমূখ। পরে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যদের উপস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ভোটের মাধ্যমে ৫সদস্য বিশিষ্ট উপজেলা ফোরাম কমিটি গঠন করা হয়।
(bnpbdnews.com)২৯ এপ্রিল, ২০১৩