সিংড়ায় সুপ্র’র প্রাক-বাজেট আলোচনা সভা

0
163
Print Friendly, PDF & Email

 

কেন্দ্রিভূত নয়, জন অংশগ্রহনমূলক জেলা বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন চাইপ্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় রোববার সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্রর উদ্দ্যোগে পৌরসভা কনফারেন্স রুমে ২০১৩-১৪অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেসুপ্র নাটোর জেলার সদস্য সচিব ও পল্লী কল্যাণ শিা সোসাইটি (পিকেএসএসর) নির্বাহী পরিচালক ডেইজি আহমেদর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানসভায় ইউপি চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা ¯^াস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা, ডাঃ আব্দুল আহাদ,পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক আব্দুল ওয়াদুদ, কৃষক নেতা আব্দুল হান্নান, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সিভিল সোসাইটি, সুপ্রর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

শেয়ার করুন