“কেন্দ্রিভূত নয়, জন অংশগ্রহনমূলক জেলা বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন চাই” প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় রোববার সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র’র উদ্দ্যোগে পৌরসভা কনফারেন্স রুমে ২০১৩-১৪অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুপ্র নাটোর জেলার সদস্য সচিব ও পল্লী কল্যাণ শি¶া সোসাইটি (পিকেএসএস’র) নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। সভায় ইউপি চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা ¯^াস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা, ডাঃ আব্দুল আহাদ,পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক আব্দুল ওয়াদুদ, কৃষক নেতা আব্দুল হান্নান, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সিভিল সোসাইটি, সুপ্র’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।