Normal 0 false false false EN-US X-NONE X-NONE
/* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:”Calibri”,”sans-serif”; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:”Times New Roman”; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:”Times New Roman”; mso-bidi-theme-font:minor-bidi;}
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার হেফাজতে ইসলামের আন্দোলন দমাতে বিভিন্ন পরিকল্পনা করেছে। পোশাক কারখানার শ্রমিকদের দিয়ে আন্দোলনের পরিকল্পনা করেছে। কিন্তু আসল পরিকল্পনাকারী আল্লাহ। আল্লাহ সরকারের সব পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে হান্নান শাহ এ কথা বলেন। স্বদেশ মঞ্চ ও সচেতন নাগরিক পরিষদ নামের দুটি সংগঠন এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।
সাভারের ভবনধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে হান্নান শাহ বলেন, সাভারের ঘটনায় নিহত ও অঙ্গ হারানো ব্যক্তিদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যাঁরা নিরাপদে বেরিয়ে এসেছেন, বিজিএমইএর পক্ষ থেকে তাঁদের চাকরির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
(রুপশী বাংলা নিউজ)২৭ এপ্রিল /২০১৩.