নকিয়া ফোনে হোয়াটসঅ্যাপ বোতাম!

0
172
Print Friendly, PDF & Email

মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া এবার নিজেদের মুঠোফোনে যুক্ত করছেজনপ্রিয় অ্যাপস হোয়াটসঅ্যাপবোতামবিনা মূল্যে বার্তা আদান-প্রদানেরজনপ্রিয় এ অ্যাপসটি নকিয়ার আশাসিরিজের মুঠোফোনে যুক্ত হবে বলে জানাগেছেশিগগিরই নতুন এ হোয়াটসঅ্যাপ বোতাম যুক্ত নতুন মুঠোফোন বাজারে আসবেতবে কোনো মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠানের এ ধরনের বিশেষ বোতাম দিয়ে বাজারেআনা মুঠোফোন এটিই প্রথম নয়এর আগে মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান এইচটিসিওনিজেদের ব্র্যান্ডের মুঠোফোনে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকবোতাম যুক্ত স্মার্টফোন বাজারে এনেছিলএকই বোতামযুক্ত স্মার্টফোন নকিয়াওতৈরি করেছে এর আগে
২০০৯ সালে চালু হওয়া হোয়াটসঅ্যাপটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেফেসবুক চ্যাট ও গুগল চ্যাটের পর হোয়াটসঅ্যাপটি বিশ্বের তৃতীয় জনপ্রিয়বার্তা আদান-প্রদানের অ্যাপসহোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জ্যান জোউমজানান, হোয়াটসঅ্যাপ দিয়ে প্রতিদিন ৮০০ কোটি ইনবাউন্ড এবং এক হাজার ২০০কোটি আউটবাউন্ড বার্তা আদান-প্রদান হয়!
বাজার-গবেষকদের মতে, মূলত নকিয়ার তৈরি মুঠোফোনে এসএমএসের বিকল্প হিসেবেহোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরানকিয়া আশা ২১০মডেলের মুঠোফোনে যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বোতামফোনটির দাম হবে ৭২ ডলার২.৪ ইঞ্চি পর্দার স্পর্শকাতর সুবিধা এ মুঠোফোনে থাকছে ওয়াইফাই সুবিধাউত্তর আমেরিকা ও এশিয়ায় তরুণদের মাঝে দ্রুত জনপ্রিয়তা বাড়তে থাকাহোয়াটসঅ্যাপের নানা সুবিধা যাতে সহজে নকিয়ার ব্যবহারকারীরা পেতে পারে, সেজন্যই নকিয়ার এ উদ্যোগপ্রায় সব ধরনের মুঠোফোন প্ল্যাটফর্মে বার্তাপাঠানোর সুবিধা হোয়াটসঅ্যাপ এর আগে প্রায় ১০০ কোটি ডলার দিয়ে গুগল কিনেনিচ্ছে বলে খবর প্রকাশিত হয়তবে পরবর্তী সময়ে সেটি আর হয়নি

 

(২৭ এপ্রিল/২০১৩) নিউজরুম.

 

শেয়ার করুন