গান আমার কাছে শাকিলা জাফর

0
133
Print Friendly, PDF & Email

গান আমার কাছে…
গান আমার আরাধনাআমার মনের শান্তি, আমার ভালোবাসাএটা আমার কাছে একটা সম্মানজনক পেশা
যে গানের অনুরোধ পেয়েছি সবচেয়ে বেশি…
অনেক গানের অনুরোধই তো পাইতুমি আমার প্রথম সকাল’, ‘মিষ্টি করে দুষ্টু বলোভুলিতে পারি না আমি
রেডিওতে যেদিন প্রথম গাইলাম…
আমার সৌভাগ্য, প্রথম গানেই আমি অনেক বড় মাপের গীতিকার ও সুরকারকে পেয়েছিগানটির নাম আমার স্বপ্ন যদি লাল গোলাপ হতোগীতিকার খন্দকার নুরুল আলম, সুরকার মো. রফিকুজ্জামানপ্রথম গান হলেও আমি একটুও নার্ভাসবোধ করিনি
আমার তারুণ্যের রহস্য…
না না, বয়স তো বাড়ছেইতবে মনের দিক থেকে আমি এখনো তরুণসব সময় হাসিখুশি থাকিবাকিটা মেকআপের অবদান… হা হা হা!
যদি গায়িকা না হতাম…
আমার তো আসলে হুট করেই গায়িকা হওয়াছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকের সম্পর্কটা খুব ভালো লাগে, তাই একসময় ইচ্ছা ছিল শিক্ষক হবআবার একসময় ইচ্ছা হতো নার্স হব, মানুষের সেবা করব
নতুনদের মধ্যে যাঁর কণ্ঠ মুগ্ধ করে…
প্রিয়াংকা গোপ, প্রিয়াংকা গোপ এবং প্রিয়াংকা গোপপ্রচণ্ড রকম
তৈরি কণ্ঠ
একা একা গুনগুনিয়ে যে গান গাই…
অনেক গানই গাইতবে যে গানটি বেশি গাই, সেটি একটু অপরিচিতকাজী নজরুল ইসলামের পেয়ে কেন নাহি পাই
শাকিলা জাফর হতে চাইলে…
কেউ শাকিলা জাফর হতে চায় নাকি? আমি তো জানতাম না! তবে আমি বলব, এমনটা ভাবা ঠিক নাপ্রত্যেকেরই তাঁর নিজস্বতা নিয়ে এগিয়ে যাওয়া উচিত
জীবনের সবচেয়ে বড় অর্জন…
অসংখ্য মানুষের ভালোবাসা, সম্মানআমি তো কখনো শিল্পী হব, পরিচিতি পাব, এমনটা ভাবিনিশুধু গান শিখব ভেবেছিএটা সৃষ্টিকর্তার অশেষ রহমত

 

(২৭ এপ্রিল/২০১৩) নিউজরুম.

 

শেয়ার করুন