মানুষ কত লম্বা হতে পারে?

0
164
Print Friendly, PDF & Email

যুক্তরাষ্ট্রের ইলিনয়ের রবার্ট ওয়াডলো সাম্প্রতিক কালের সবচেয়ে লম্বা মানুষবলে স্বীকৃত (গিনেজ ওয়াল্ড রেকর্ডস)২.৭২ মিটার (৮ ফুট ১১ ইঞ্চি) উঁচুমানুষটি মাত্র ২২ বছর বয়সে মৃত্যুবরণ করেনমানুষের উচ্চতা প্রধানত তারদেহকোষের জিনগত বৈশিষ্ট্য ও পরিবেশ, বিশেষত খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করেসাধারণত একজন মানুষ অঞ্চলভেদে একটি গড় উচ্চতা অর্জন করেপূর্ণ বয়স্কমানুষের গড় উচ্চতা ১.৪ মিটার (৪ ফুট ৭ ইঞ্চি) থেকে ১.৯ মিটার (৬ ফুট ৩ইঞ্চি) পর্যন্ত হতে পারেউচ্চতা যদি খুব বেশি, যেমন ৯-১০ ফুট হয়, তাহলেতার শরীরে হাড়ের সমস্যা দেখা দেয়অসুখ-বিসুখে তাদের জীবন বিপন্ন হয়সেজন্য এদের জিনগত বৈশিষ্ট্য পরবর্তী বংশধরের মধ্যে খুব কমই সঞ্চারিত হওয়ারসুযোগ পায়খুব বেঁটে মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেশরীরের হাড়েরবৃদ্ধির কারণে মানুষের উচ্চতা বাড়েএই সময় উপযুক্ত ও পুষ্টিকর খাবার খেলেশরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়বাংলাদেশসহ বিভিন্ন দেশে শিশুদেরপুষ্টিকর খাবার নিশ্চিত করার হার বৃদ্ধির ফলে গড় উচ্চতা বেড়েছেকিন্তু এইবৃদ্ধি দেহকোষের জিন-সংকেত সহজে অতিক্রম করে না

 

rupashibanglanews. ২৭ এপ্রিল, ২০১৩

 

শেয়ার করুন