শ্রীপুরে সড়ক অবরোধ, স্পিনিং মিলে আগুন

0
130
Print Friendly, PDF & Email

সাভার ট্র্যাজেডির প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় রাস্তা অবরোধ ও রোশোয়া স্পিনিং মিল নামে একটি শিল্প-প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়েছেনশুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা শ্রীপুরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটায়ভালুকা ফায়ার সার্ভিসের বরাত দিয়ে গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, ভালুকা কাছে হওয়ায় ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর এলাকার ২নং সিঅ্যান্ডবি বাজার থেকে মাওনা, এমসি বাজার, নয়নপুর ও জৈনা বাজার এলাকায় অবিস্থত তালহা স্পিনিং মিল, প্যারাডাইস স্পিনিং মিল, মির সিরামিকস নোমান টেকসহ  বিভিন্ন গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা শোক পালনের দিনে গার্মেন্টস প্রতিষ্ঠান খোলা রাখার কারণে ও সাভারের ঘটনার প্রতিবাদে রাস্তায় কাঠ ও বাঁশ ফেলে অবরোধ করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেনঅবরোধের সময় তারা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে সাভারের ঘটনায় দায়ী ভবন মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেনসন্ধ্যা সাড়ে ৬টায় জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে শ্রমিকদের ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যানমাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যানবাহন চলাচল শুরু হয়েছেতবে স্থানীয় স‍ূত্র যানবাহন চলাচল শুরু হওয়ার সংবাদ সঠিক নয় বলে দাবি করেন

 

(রুপশী বাংলা নিউজ)২৬ এপ্রিল /২০১৩.

 

শেয়ার করুন