সাভারে আহতদের জন্য ওষুধ, চিকিৎসা সামগ্রী ও খাদ্যদ্রব্য নিয়ে যাওয়া বিএনপির মেডিকেল ও সেবা টিমগুলোর কার্যক্রমে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বাধার সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু।
দুদু বলেন, ‘ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডাক্তার সুমনের নেতৃত্বে একটি টিম শুক্রবার দুপুরে সাভারে আহতদের মাঝে সেবা কার্যক্রম চালাতে গেলে, তাতে বাধা দেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ওই টিমের সঙ্গে ছিলো ট্রাক ভর্তি ওষুধ, স্যালাইন, খাবার, বিশুদ্ধ পানি ও বিভিন্ন সাহায্য সামগ্রী।’ দুদু আরও বলেন ড্যাব ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা ভবন ধসের ঘটনায় আহতদের সেবা এবং ভবনে চাপা পড়া লোকদের উদ্ধারে প্রথম থেকেই টানা কাজ করে যাচ্ছেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এসব সেবা তৎপরতা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন বলেও জানান দুদু।
এছাড়া বিএনপির বিভিন্ন টিম উদ্ধার কাজের প্রয়োজনীয় টর্চলাইট, গ্রিল কাটার মেশিন, অক্সিঅ্যাসিটিলিন সিলিন্ডার ইত্যাদি নিয়ে ঘটনাস্থলে আগেই পৌঁছেছে বলে জানান তিনি।
ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে আহতদের জন্য সাভারে দেড় হাজার ব্যাগ রক্ত পাঠানো হয়েছে উল্লেখ করে দুদু বলেন, বিএনপির উদ্যোগে নয়াপল্টনে এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেত্রী শ্যামা ওবায়েদের নেতৃত্বে সাভারে ঘটনাস্থলের পাশেই রক্ত সংগ্রহ অভিযান চলছে।
(রুপশী বাংলা নিউজ)২৬ এপ্রিল /২০১৩.