স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যে বিব্রত সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ।সাভারেররানা প্লাজার ধস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা শুধুহাস্যকরই নয়, সরকারের দায়িত্বশীল জায়গায় থেকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বক্তব্য দিয়েস্বরাষ্ট্রমন্ত্রী সরকারকে সমালোচনার মধ্যে ফেলে দিয়েছেন বলে মন্ত্রী ওদলের নেতারা মনে করছেন।রানা প্লাজা ধসের ঘটনার পর যেভাবে দ্রুততারসঙ্গে সরকার আহত ও নিহতদের উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছে, ঠিক সেইমুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের মন্তব্য করে সমালোচকদের অহেতুকসমালোচনার সুযোগ করে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য সরকারকেবিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন বলেও তারা মন্তব্য করেন।সরকারেরদায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য সরকারের জন্য লজ্জাজনকমন্তব্য করে মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা ড. মহিউদ্দিন খান আলমগীরের ওপরপ্রচণ্ড ক্ষুব্ধ হন।সাভারের রানা প্লাজা ধসের পর বুধবার রাতেস্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারেবলেন, “হরতালকারী ও মৌলবাদীরা এই ভবনের স্তম্ভ ধরে টানাটানি করায় ভবন ধসেপড়তে পারে।”
তার এই বক্তব্যে বৃহস্পতি ও শুক্রবার সারা দেশেসমালোচনার ঝড় ওঠে। রাজনৈতিক মহলসহ নানা শ্রেণী পেশার মানুষের মুখে মুখেস্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য ও সমালোচনার ঝড় ওঠে।এ ধরনের একটি মারাত্মক দুর্ঘটনা নিয়ে এ ধরনের মন্তব্যে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন।
দুপুরেএক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসোহাম্মদ নাসিম বলেছেন, “এটা হাস্যরসাত্মক বক্তব্য। এ সব কথা না বলে আসলঘটনা অনুসন্ধান করুন। সরকারের দায়িত্বশীলরা মনগড়া কথা বলে সরকারকে বেকায়দায়ফেলছেন।”
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলেসরকারের একাধিক মন্ত্রী বলেন, “খুবই অযৌক্তিক বক্তব্য। কীকারণে এ বিষয়েই তিনি এত বেশি কথা বলতে যান, আমরা বুঝি না। সরকার উদ্ধারকাজে কোনো ত্রুটি রাখছে না। সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দুর্ঘটনা কবলিতদেরজীবিত উদ্ধার করার। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য সরকারকে সমালোচনার মুখেফেলেছে, বিব্রত করেছে!”
(রুপশী বাংলা নিউজ)২৬ এপ্রিল /২০১৩.