বছর পাঁচেক আগে মামা আমির খান প্রযোজিত ‘জানে তু ইয়া জানে না’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তারকাখ্যাতি পেয়েছিলেন বলিউডের অভিনেতা ইমরান খান। বর্তমানে যে যাঁর কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি কাছাকাছি লোকেশনে ছবির শুটিংয়ে অংশ নিলেও দেখা করেননি তাঁরা।
তবে কি মামা-ভাগনে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে? মোটেও তা নয়। আদতে যে যাঁর কাজ নিয়ে মগ্ন থাকার কারণে তাঁরা জানতেই পারেননি যে কাছাকাছি লোকেশনে ছবির শুটিং করছিলেন তাঁরা। প্রায় দুই সপ্তাহ পর বিষয়টি জানতে পারেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির ও তাঁর ভাগনে ইমরান।এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
আমির কোথায় শুটিং করছিলেন সেটা জানতেন ইমরানের মা ও আমিরের বোন নুজহাত। কিন্তু তিনি বিষয়টি ইমরানকে জানাননি।জানালে হয়তো ছবির শুটিংয়ের ফাঁকে ঠিকই সময় বের করে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতেন আমির এবং ইমরান।
‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেছিলেন ইমরান খান। ছবিটিতে রাজ চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। আর শিশু রাজ চরিত্রে দেখা গিয়েছিল ইমরানকে। পরে ‘জো জিতা ওহি সিকান্দার’ ছবিতেও একসঙ্গে পর্দায় হাজির হন তাঁরা। এই ছবিটিতেও আমির অভিনীত সঞ্জয়লাল চরিত্রের শৈশবের দিনগুলোকে ফুটিয়ে তোলেন ইমরান।
২০০৮ সালে আমির খান প্রোডাকশনের ‘জানে তু ইয়া জানে না’ ছবিতে অভিনয় করেন ইমরান। ছবিটিতে তাঁর সাবলীল অভিনয় প্রশংসিত হয় বিভিন্ন মহলে। বছরের সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়ে যান।পরবর্তী সময় ‘কিডন্যাপ’, ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘ব্রেক কি বাদ’, ‘দিল্লি বেলি’, ‘মেরে ব্রাদার কি দুলহান’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন ৩০ বছর বয়সী এ অভিনেতা।
(রুপশী বাংলা নিউজ)২৬ এপ্রিল /২০১৩.