সরকারের অবহেলায় সাভারে মৃতের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, “প্রথমদিন থেকেই যদি ইঞ্জিনিয়ারিং কোরের সহায়তা নেওয়া হতো তাহলে যাদের লাশ উদ্ধার হয়েছে, তাদের জীবিত পাওয়া যেত। দু’দিন পার হয়ে যাওয়ার পর এই কোরের সাহায্য নেওয়া হয়েছে।” ‘গণমাধ্যমের স্বাধীনতা: নাগরিক সংলাপ’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে দৈনিক আমাদের দেশ ও মাহমুদুর রহমান সংহতি পরিষদ নামের একটি সংগঠন।
মওদুদ বলেন, “আমরা সাভারে গিয়েছি। সেখানে যে ক’জন সেনাবাহিনীর সদস্য দেখেছি, তাদের তেমন তৎপরতা দেখিনি। কারণ এই উদ্ধার কাজে খুঁটিনাটি যন্ত্রপাতির ব্যবহার রয়েছে। সেজন্য প্রথমেই ইঞ্জিনিয়ারিং কোর আনা প্রয়োজন ছিল।” মওদুদ আরো বলেন, “ভবন মালিক সোহেল রানা সরকারি দলের লোক বলেই তাকে এখনো আটক করা হয়নি।”
তিনি বলেন, “এই সরকার হয় নিজেরা বেশি আত্মবিশ্বাসী, নয়তো দিশেহারা। এই সরকারকে কোনোভাবে সংজ্ঞায়িত করা যায় না।” তিনি বলেন, “দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মরিরুজ্জামান মিয়া, কলামিস্ট ফরহাদ মজহার প্রমুখ।
উল্লেখ্য, বুধবার (২৪ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামে বহুতল ভবনটি ধসে পড়ে।
(রুপশী বাংলা নিউজ)২৬ এপ্রিল /২০১৩.