এখন থেকে তফসিলি ব্যাংকগুলো তাদের শাখা স্থাপনের জন্য স্থান নির্বাচনের আগে সেই ভবনের অনুমোদন আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হবে। একই সঙ্গে ব্যাংকের নিজস্ব প্রকৌশলী দল দিয়ে ভবনের কাঠামোগত দৃঢ়তা নিরূপণ করে কার্যালয় স্থাপন করতে হবে।বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নীতি বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংকের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা মোকাবেলা করার জন্য প্রস্তুতিমূলক সব ব্যবস্থা গ্রহণে সময়ে সময়ে ব্যাংকের অভ্যন্তরীণ পরিদর্শন দলকে সংশ্লিষ্ট ভবন পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রজ্ঞাপনে বুধবার সাভারের একটি বহুতল ভবন ধসের ঘটনাটি উল্লেখ করে বলা হয়, এখানে শতাধিক প্রাণের কাল অবসানের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। ওই ভবনে একটি ব্যাংকের শাখা অবস্থিত ছিল।ব্যাংকের সময়োচিত ব্যবস্থা গ্রহণের ফলে কোনো গ্রাহক বা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর কোনো তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি হয়নি। ভবিষ্যতে এ ধরনের আকষ্মিক ঘটনার জন্য অধিকতর সতর্কতা এবং পূর্ব-প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন মর্মে প্রতীয়মান হয়।
(রুপশী বাংলা নিউজ) ২৬ এপ্রিল /২০১৩.