গাজীপুরে শ্রমিকদের আবার সড়ক অবরোধ

0
115
Print Friendly, PDF & Email

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজ শুক্রবার অবরোধ করে রেখেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরাএ সময় তাঁরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন
গত বুধবার সাভারে ভবন ধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ভবনমালিককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ এ অবরোধ করা হয়েছে
পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা অবস্থান নিয়েছেনগাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও শ্রমিকেরা অবরোধ করে রেখেছেনগাজীপুরের ভোগড়া, মালেকের বাড়ি ও সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ শ্রমিকেরাঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, মৌচাক, নাওজোড় এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ-মিছিল করছেনএতে দুই সড়কেই সকাল সোয়া নয়টা থেকে যান চলাচল বন্ধ রয়েছেদুই মহাসড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছেএতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘শ্রমিকদের আমরা বোঝানোর চেষ্টা করছি, যাতে তাঁরা রাস্তা থেকে সরে যান
গতকাল বৃহস্পতিবার একই দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরাএর জের ধরে গতকাল গাজীপুরের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়

(রুপশী বাংলা নিউজ) ২৬ এপ্রিল /২০১৩.

শেয়ার করুন