চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। প্রথম লেগের খেলায় জার্মানির শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে কাতালানরা। মেসি-জাভি-ইনিয়েস্তা-দানি আলভেজদের মতো তারকা খেলোয়াড়েরা যেন একেবারেই নিষ্প্রভ হয়ে পড়েছিলেন বায়ার্নের দাপটের সামনে। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, বার্সার সেই সুবর্ণ যুগের অবসান ঘটেছে। তবে এমন কথা একেবারেই মানতে পারছেন না ইনিয়েস্তা। বার্সেলোনা এখনো আগের মতোই আছে বলে মন্তব্য করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
পেপ গার্দিওলার তত্ত্বাবধানে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে বার্সেলোনা। এই সময়ে তিনটি লিগ শিরোপা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল এই স্প্যানিশ জায়ান্ট। বার্সেলোনার দুর্দান্ত পারফরমেন্স মুগ্ধ করে রেখেছিল ফুটবল বিশ্বকে। অনেকে এমন মন্তব্যও করেছিলেন, বার্সেলোনা ভিনগ্রহের ফুটবল খেলে। সেই সাফল্যের ধারাবাহিকতা এখনো শেষ হয়ে যায়নি।এবারের মৌসুমেও স্প্যানিশ লিগের শিরোপাটা প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সা।কিন্তু চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালটাই বাধিয়েছে বিপত্তি। বার্সেলোনা নিজেদের যে উচ্চতায় নিয়ে গেছে, সেখান থেকে তারা বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে হেরে যাবে—এমনটা হয়তো কেউই ভাবেননি। তবে তাই বলে এটাকে বার্সা-যুগের সমাপ্তি হিসেবে দেখতেও নারাজ আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি বলেছেন, ‘এটাকে যুগাবসান হিসেবে আখ্যায়িত করাটা অন্যায্য। কয়েক বছর আগে এমন কথা বলা যেত।কারণ, তখন আমরা দীর্ঘদিন শিরোপাবঞ্চিত ছিলাম। কিন্তু এখন আমরা বেশির ভাগ শিরোপাই জিততে পারছি। প্রতিটি প্রতিযোগিতার শিরোপা জয়ের দিকেই বার্সেলোনার দৃষ্টি থাকে। সেটা লা লিগাই হোক বা চ্যাম্পিয়নস লিগ।’
সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ গোলে হারের পর ফাইনালে যাওয়ার আশাটা প্রায় শেষই হয়ে গেছে বার্সেলোনার। শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে হলে এখন অলৌকিক কিছু ঘটাতে হবে ইনিয়েস্তাদের। তবে তার পরও হাল ছেড়ে দিতে রাজি নন এই স্প্যানিশ মিডফিল্ডার।সতীর্থদের উদ্দেশে তিনি বলেছেন, ‘খুব স্বল্প পরিমাণ সম্ভাবনা থাকলেও আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। জয়ের মানসিকতা নিয়েই দ্বিতীয় লেগের খেলায় মাঠে নামতে হবে আমাদের। ধরে নিতে হবে এটাই আমাদের ফাইনাল ম্যাচ।’ ইএসপিএন
(রুপশী বাংলা নিউজ) ২৬ এপ্রিল /২০১৩.