রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রীষ্মকালীন ছুটি, মে দিবস ও বুদ্ধ পূর্ণিমার পূর্বঘোষিত ছুটি হ্রাস ও পরিবর্তন করে পুনঃনির্ধারন করা হয়েছে।সে অনুযায়ী ২৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। এসময়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে ১ জুন থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে।ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে।এদিকে, হলে অবস্থানকারী শিক্ষার্থীদের ২৮ এপ্রিলেই হল ত্যাগ করতে হবে।
বুধবার সন্ধ্যায় উপাচার্য ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সজল জানান, পূর্ব নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ মে থেকে ১০ জুন পর্যন্ত ৪১ দিনের গ্রীষ্মকালীন ছুটি ছিল। পরে ৪১ দিনের ছুটি কমিয়ে ৩৪ দিন করা হয়েছে।
(রুপশী বাংলা নিউজ) ২৬ এপ্রিল /২০১৩.