এ ঘটনা গার্মেন্টস শিল্পের জন্য বড় ধাক্কা: অথর্মন্ত্রী

0
183
Print Friendly, PDF & Email

সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা ধসের তৃতীয় দিনে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতএসময় তিনি বলেন, “গার্মেন্টেস শিল্পে এ ধরনের ঘটনা বিরুপ প্রভাব ফেলছেএকদিকে হরতাল অন্যদিকে গার্মেন্টস শিল্প থাকা ভবনটি ধসে অনেক লোকের প্রাণহানির ঘটনা এ শিল্পের জন্য বড় একটি ধাক্কা তিনি বলেন, “তাজরিন ফ্যাশনের ধাক্কাই আমরা সামলাতে পারেনিএরপর এ ঘটনা আমাদের জন্য একটি বড় বিপর্যয়
 
শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে সাভারের রানা প্লাজা ভবন ধসের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেনঅর্থমন্ত্রী বলেন, “উদ্ধার তপরতায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ যে ভাবে এগিয়ে এসেছে তা এক বড় ঘটনাআমরা যে এখনো জানোয়ার হয়ে যাই নি এটি তার একটি উদাহরণ তিনি বলেন, “আমি বৃহস্পতিবার রাতে বিদেশ থেকে ফিরেছিবিদেশে থেকেই আমি বিভিন্নভাবে জানতে পেরেছি এ ঘটনাএ কারণে সকালেই এখানে ছুটে এসেছি
 
অর্থমন্ত্রী আরো বলেন, “পুর্নবাসনের ব্যাপারে সরকারিভাবে আলোচনা হবেআলোচনার পর সিদ্ধান্ত হবে ক্ষতিগ্রস্তদের কিভাবে সহায়তা করা যায়এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “উদ্ধার তপরতায় আমাদের অবকাঠামোগত সমস্যা রয়েছেতারপরও আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অশগ্রহণের মাধ্যমে উদ্ধার তপরতা চলছে এসময় তিনি ৪তলায় আটকে থাকা সাতটি মেয়ের বিষয়ে এক পুলিশ কর্মকর্তার কাছে জানতে চায়, ওই কর্মকর্তা বলেন, “সাত জনের মধ্যে ৬ জনকে মৃত উদ্ধার ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে

এর আগে দুর্ঘটনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান ঘটনাস্থল পরিদর্শনে আসেনএছাড়া ঘটনাস্থলে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন(অব.) এবি তাজুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, স্থানীয় সাংসদ তৌহিদ জং মুরাদবিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও দুর্ঘটনাস্থল পরিদর্শনে যানপরে তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় অধরচন্দ্র মাঠে যান

 

(রুপশী বাংলা নিউজ) ২৬ এপ্রিল /২০১৩.

 

শেয়ার করুন