দীর্ঘদিন ‘সত্যাগ্রহ’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অমিতাভ। ২৪ এপ্রিল বুধবার শেষ হয়েছে এই ছবির দৃশ্যধারণের কাজ। ‘সত্যাগ্রহ’ ছবিতে অমিতাভ বচ্চনকে একজন সক্রিয় আন্দোলনকারীর ভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।অমিতাভ ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল, কারিনা কাপুর, মনোজ বাজপায়ি ও অমৃতা রাও। এর অধিকাংশ শুটিং হয়েছে ভারতের ভুপালে।‘সত্যাগ্রহ’র শুটিং শেষ হওয়ার তথ্য অমিতাভ বচ্চন তাঁর একটি টুইটে প্রকাশ করেছেন। টুইটারে অমিতাভ জানান, ‘সত্যাগ্রহ’র পর্দা নেমে গেল আজ। শুটিং শেষ হলো। ২৩ আগস্ট মুক্তি পাবে ছবিটি।
প্রকাশ ঝাঁ পরিচালিত ‘সত্যাগ্রহ’ চলচ্চিত্রে অমিতাভ বচ্চন যে ভূমিকায় অভিনয় করেছেন, সেটি অনেকাংশেই ভারতে দুর্নীতির বিরুদ্ধে আলোচিত আন্দোলনকারী আন্না হাজারের চরিত্রের সঙ্গে মিলে যায়।
(২৫ এপ্রিল/২০১৩) নিউজরুম.