‘সত্যাগ্রহ’ শেষ করলেন অমিতাভ

0
187
Print Friendly, PDF & Email

দীর্ঘদিন সত্যাগ্রহচলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অমিতাভ২৪ এপ্রিল বুধবার শেষ হয়েছে এই ছবির দৃশ্যধারণের কাজসত্যাগ্রহছবিতে অমিতাভ বচ্চনকে একজন সক্রিয় আন্দোলনকারীর ভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসঅমিতাভ ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল, কারিনা কাপুর, মনোজ বাজপায়ি ও অমৃতা রাওএর অধিকাংশ শুটিং হয়েছে ভারতের ভুপালেসত্যাগ্রহর শুটিং শেষ হওয়ার তথ্য অমিতাভ বচ্চন তাঁর একটি টুইটে প্রকাশ করেছেনটুইটারে অমিতাভ জানান, ‘সত্যাগ্রহর পর্দা নেমে গেল আজশুটিং শেষ হলো২৩ আগস্ট মুক্তি পাবে ছবিটি
প্রকাশ ঝাঁ পরিচালিত সত্যাগ্রহচলচ্চিত্রে অমিতাভ বচ্চন যে ভূমিকায় অভিনয় করেছেন, সেটি অনেকাংশেই ভারতে দুর্নীতির বিরুদ্ধে আলোচিত আন্দোলনকারী আন্না হাজারের চরিত্রের সঙ্গে মিলে যায়

 

(২৫ এপ্রিল/২০১৩) নিউজরুম.

 

শেয়ার করুন