ঘুরে দাঁড়াতে হবে। প্রথম টেস্টে শোচনীয় হারের ক্ষত শুকাতে হবে-এই প্রত্যয় বুকে নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। কিন্তু টসে হেরে ব্যাট করতে নেমে আবারও অশনি সংকেত দেখাচ্ছেন ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ৫৮ রান জমা করতেই সাজঘরে ফিরেছেন ওপেনার জহুরুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান। আরেক ওপেনার তামিম উইকেটে আছেন ৩০ রান নিয়ে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করে এগিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও জহুরুল ইসলাম। ইনিংসের ১৪তম ওভারে বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দেন কেগান মেথ। ২৪ রান করে ফিরে যান জহুরুল। কয়েক ওভার পরে মাসাকাদজার শিকারে পরিণত হন আশরাফুল।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দলে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাজে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। তাঁর জায়গায় খেলছেন মমিনুল হক। তামিম ইকবালকে জায়গা করে দিতে সরে দাঁড়াতে হয়েছে শাহরিয়ার নাফীসকে। রুবেল হোসেনের জায়গায় দীর্ঘদিন পর দলে ফিরেছেন বামহাতি পেসার সাজিদুল ইসলাম। পেস সহায়ক জিম্বাবুইয়ান উইকেটের কারণেই কি না, স্পিনার এনামুল হক জুনিয়রকে বসিয়ে অভিষেক হচ্ছে অলরাউন্ডার জিয়াউর রহমানের
(২৫ এপ্রিল/২০১৩)নিউজরুম.