‘আমাদের গ্রামের মানুষের কাছে ইন্টারনেটের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরতে হবে।তাদের যদি আরও সচেতন করে তোলা যায়, তাহলে দেশে ইন্টারনেট ব্যবহারকারীরসংখ্যা বাড়বে। আর এ কারণে তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠানগুলোকে গ্রামমুখী হতেহবে।’ গতকাল বুধবার রাজধানীর দ্য ডেইলি স্টার সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় (আইসিটি) এবং দ্য ডেইলি স্টার আয়োজিত ‘দেশের শহর ওগ্রাম পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার বৈষম্য নিরসনে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক এক কর্মশালায় আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এ কথা বলেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টেলিযোগাযোগনিয়ন্ত্রনকমিশনের (বিটিআরসি) পরিচালক রাকিবুল হাসান। তিনি তাঁর প্রবন্ধেদেশের বর্তমান ইন্টারনেট-ব্যবস্থার একটি চিত্র তুলে ধরে বলেন, ‘উদ্ভাবন, যোগাযোগের চ্যালেঞ্জ, সময় এবং সামাজিক পদ্ধতি—এই চারটি বিষয়ের ওপর গুরুত্বদিলেই গ্রামের ইন্টারনেট-ব্যবস্থার উন্নতি সম্ভব। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারিবিভিন্ন মন্ত্রণালয়ের তৎপর হয়ে উদ্যোগ নিতে হবে। বিভিন্ন ইন্টারনেটসংযোগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রতিযোগিতার মাধ্যমে কমখরচে দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট-সেবা ছড়িয়ে দেওয়া যেতে পারে। দেশেযেহেতু স্মার্টফোন ব্যবহারের সংখ্যা বাড়ছে, তাই গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধারজন্য নানা ধরনের অ্যাপ তৈরি করে আগ্রহ বাড়ানো যেতে পারে। বাড়াতে হবে নানাধরনের কনটেন্ট।’
কর্মশালায় দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, ‘যেভাবেই হোক দ্রুতগতির ইন্টারনেট-সেবা দেশের সব স্থানে পৌঁছে দিতে হবে। আরতাহলেই কমে আসবে বৈষম্য।’
সবার সহযোগিতা নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে সবখানে ইন্টারনেট-সেবা পৌঁছেদেওয়ার পক্ষে মতামত দেন আইসিটি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিরসভাপতি আবদুল ওয়াদুদ।
কর্মশালায় আইসিটি সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘গ্রামের সঙ্গে শহরেরইন্টারনেট-সেবার এই দূরত্ব ঘোচাতে অন্যদের সঙ্গে বিটিআরসিকে এগিয়ে আসতেহবে। সহজে ইন্টারনেট পেতে দেশের উপজেলা পর্যায়ে কাজের উদ্যোগ নিতে পারেবিটিআরসি। ’
এ ছাড়া মূল প্রবন্ধ নিয়ে আলোচনা করেন আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজীমিজানুর রহমান, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানির পরিচালক মনোয়ার হোসেন ওআইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামানসহ অনেকে।
এ ছাড়া কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকারি কর্মকর্তা, তথ্যপ্রযুক্তিবিদ ও তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের নেতৃবৃন্দ
(২৫ এপ্রিল/২০১৩) নিউজরুম.