আমাদের গ্রামমুখী হতে হবে

0
137
Print Friendly, PDF & Email

আমাদের গ্রামের মানুষের কাছে ইন্টারনেটের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরতে হবেতাদের যদি আরও সচেতন করে তোলা যায়, তাহলে দেশে ইন্টারনেট ব্যবহারকারীরসংখ্যা বাড়বেআর এ কারণে তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠানগুলোকে গ্রামমুখী হতেহবেগতকাল বুধবার রাজধানীর দ্য ডেইলি স্টার সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় (আইসিটি) এবং দ্য ডেইলি স্টার আয়োজিত দেশের শহর ওগ্রাম পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার বৈষম্য নিরসনে কর্মকৌশল নির্ধারণশীর্ষক এক কর্মশালায় আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এ কথা বলেন
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টেলিযোগাযোগনিয়ন্ত্রনকমিশনের (বিটিআরসি) পরিচালক রাকিবুল হাসানতিনি তাঁর প্রবন্ধেদেশের বর্তমান ইন্টারনেট-ব্যবস্থার একটি চিত্র তুলে ধরে বলেন, ‘উদ্ভাবন, যোগাযোগের চ্যালেঞ্জ, সময় এবং সামাজিক পদ্ধতিএই চারটি বিষয়ের ওপর গুরুত্বদিলেই গ্রামের ইন্টারনেট-ব্যবস্থার উন্নতি সম্ভবএ ছাড়া সংশ্লিষ্ট সরকারিবিভিন্ন মন্ত্রণালয়ের তপর হয়ে উদ্যোগ নিতে হবেবিভিন্ন ইন্টারনেটসংযোগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রতিযোগিতার মাধ্যমে কমখরচে দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট-সেবা ছড়িয়ে দেওয়া যেতে পারেদেশেযেহেতু স্মার্টফোন ব্যবহারের সংখ্যা বাড়ছে, তাই গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধারজন্য নানা ধরনের অ্যাপ তৈরি করে আগ্রহ বাড়ানো যেতে পারেবাড়াতে হবে নানাধরনের কনটেন্ট
কর্মশালায় দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, ‘যেভাবেই হোক দ্রুতগতির ইন্টারনেট-সেবা দেশের সব স্থানে পৌঁছে দিতে হবেআরতাহলেই কমে আসবে বৈষম্য
সবার সহযোগিতা নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে সবখানে ইন্টারনেট-সেবা পৌঁছেদেওয়ার পক্ষে মতামত দেন আইসিটি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিরসভাপতি আবদুল ওয়াদুদ
কর্মশালায় আইসিটি সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘গ্রামের সঙ্গে শহরেরইন্টারনেট-সেবার এই দূরত্ব ঘোচাতে অন্যদের সঙ্গে বিটিআরসিকে এগিয়ে আসতেহবেসহজে ইন্টারনেট পেতে দেশের উপজেলা পর্যায়ে কাজের উদ্যোগ নিতে পারেবিটিআরসি
এ ছাড়া মূল প্রবন্ধ নিয়ে আলোচনা করেন আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজীমিজানুর রহমান, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানির পরিচালক মনোয়ার হোসেন ওআইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামানসহ অনেকে
এ ছাড়া কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকারি কর্মকর্তা, তথ্যপ্রযুক্তিবিদ ও তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের নেতৃবৃন্দ

 

(২৫ এপ্রিল/২০১৩) নিউজরুম.

 

শেয়ার করুন