তাঁর সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হলো। কান চলচ্চিত্র উৎসব, ২০১৩-এর জুরিবোর্ডের সদস্য নির্বাচিত হলেন বিদ্যা বালান। এ উৎসবে জুরি হিসেবে আরও আছেন চিত্রনির্মাতা স্টিভেন স্পিলবার্গ, অ্যাং লি, নাওমি কাওয়াসে, অভিনয়শিল্পী নিকোল কিডম্যান, ক্রিস্টোফ ওয়াল্টজ প্রমুখ। ১৫ থেকে ২৬ মে পর্যন্ত চলবে এ উৎসব।
এর আগে ভারত থেকে পরিচালক শেখর কাপুর এবং অভিনয়শিল্পী শর্মিলা ঠাকুর কানে জুরি নির্বাচিত হয়েছিলেন। জিনিউজ মিডিয়া ব্যুরো।
(২৫ এপ্রিল/২০১৩) নিউজরুম.