শিগগিরই বিয়েটা সেরে ফেলতে চাইছেন কিম কারদাশিয়ান। র্যাপশিল্পী কানইয়ে ওয়েস্টের সঙ্গেই ঘর বাঁধছেন এই তারকা। এর আগে ফুটবল তারকা ক্রিস হ্যামফ্রের সঙ্গে বিয়ে হয়েছিল কিমের। তবে সংসার টিকিয়ে রাখতে পারেননি বেশি দিন। বিয়ের মাত্র ৭২ দিনের মাথায় ভেঙে যায় সংসার। হ্যালো ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম বললেন, ‘আর সময় নষ্ট করতে চাই না। শিগগিরই বিয়েটা সেরে ফেলতে চাইছি। আমার সত্যিকারের চাওয়াটা উপলব্ধি করতে পারছি বলেই আর দেরি করতে চাইছি না।’ চলতি বছরের জানুয়ারি মাসে অবশ্য জানিয়েছিলেন, মা হতে যাচ্ছেন তিনি।
(২৫ এপ্রিল/২০১৩) নিউজরুম.