করন জোহরের হাসি তো ফাঁসি ছবিটির জন্যই ওজন কমাচ্ছেন পরিণীতি চোপড়া—এমন খবর নাকচ করে দিয়েছেন তিনি নিজেই। তবে কেন? এমনিতেই, দেখতে যেন সুন্দর হই—এমনটাই বলেছেন এই তারকা। ‘যতটা সম্ভব ওজন কমানোর চেষ্টা করছি আমি। যাতে পরের ছবিতে আমাকে ভালো দেখায়।’ বললেন পরিণীতি।
লেডিস ভার্সেস রিকি ভেল ছবির পর থেকেই ওজন কমানোর চেষ্টা করছি আমি।ইশকজাদের জন্য ওজন কমিয়েছি। আর এর চেয়েও আমাকে যেন একটু ভালো দেখায়, তা-ই চাই। এ জন্যই ওজন কমাচ্ছি।’ হাসি তো ফাঁসি ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। আইএএনএস।
(২৫ এপ্রিল/২০১৩) নিউজরুম.