ছবির জন্য নয় ওজন কমানো

0
156
Print Friendly, PDF & Email

করন জোহরের হাসি তো ফাঁসি ছবিটির জন্যই ওজন কমাচ্ছেন পরিণীতি চোপড়াএমন খবর নাকচ করে দিয়েছেন তিনি নিজেইতবে কেন? এমনিতেই, দেখতে যেন সুন্দর হইএমনটাই বলেছেন এই তারকাযতটা সম্ভব ওজন কমানোর চেষ্টা করছি আমিযাতে পরের ছবিতে আমাকে ভালো দেখায়বললেন পরিণীতি
লেডিস ভার্সেস রিকি ভেল ছবির পর থেকেই ওজন কমানোর চেষ্টা করছি আমিইশকজাদের জন্য ওজন কমিয়েছিআর এর চেয়েও আমাকে যেন একটু ভালো দেখায়, তা-ই চাইএ জন্যই ওজন কমাচ্ছিহাসি তো ফাঁসি ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রাআইএএনএস

 

(২৫ এপ্রিল/২০১৩) নিউজরুম.

 

শেয়ার করুন