তাড়াশে দুটি মহল্লার যুবকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত

0
268
Print Friendly, PDF & Email

সিরাজগঞ্জের তাড়াশে বৈশাখী মেলায় সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে দুটি মহল্লার যুবকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেজানাগেছে, গত বৈশাখী মেলায় তাড়াশ থানা পাড়া ও পূর্বপাড়ার যুবকদের মধ্যে বিরোধ বাধেসেই বিরোধের সূত্র ধরে গত বুধবার সন্ধায় আবারও দুই মহল্লার কিছু যুবক শহীদ মিনার এলাকায় সংগঠিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়এসময় এলোপাথারী ইট পাটকেল নিক্ষেপসহ ধাওয়া পালটা ধাওয়ায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেঘটনায় তাড়াশ থানা পুলিশ তাক্ষনিক ভাবে ঘটনার স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেনএদের মধ্যে মাসুম(২৫), রবিউল (২৫), লিটন (২৮), এরশাদ (২৬), বাবলু (৩৫)কে গুরুতর আহত অবস্থায় তাড়াশ ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছেতাড়াশ সদরে থমথমে অবস্থা বিরাজ করছে

 

 

 

২৪-০৪-২০১৩.

 

শেয়ার করুন