সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের স্মার্টফোন অ্যাপ্লিকেশন‘হোম’ এবার আসছে অ্যাপলের আইফোন ও উইন্ডোজ-চালিত স্মার্টফোনের জন্য। এর আগেশুধু অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনের জন্য এ অ্যাপটি চালু করেছিল ফেসবুক।সম্প্রতি ফেসবুকের পরিচালক (পণ্য) অ্যাডাম মোসেরি এ তথ্য জানিয়েছেন। এব্যাপারে মাইক্রোসফট ও অ্যাপলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানা গেছে। তবেশুধু স্মার্টফোনই নয় ট্যাবলেটেও নতুন এ অ্যাপসটি যোগ করার ব্যাপারে কাজচলছে।
‘হোম’ অ্যাপের মাধ্যমে ফেসবুকের সর্বশেষ সব হালনাগাদ তথ্য (ফিড)স্মার্টফোনের পর্দায়ই পাওয়া যাবে। অর্থাৎ‘হোম’ অ্যাপস ব্যবহার করলেফেসবুকের অ্যাপসে না গিয়েই মূল স্মার্টফোনের পর্দায়ই পাওয়া যাবে ফেসবুকেরসর্বশেষ হালনাগাদ তথ্য। শুধু তথ্যই নয় করা যাবে চ্যাটও। ‘চ্যাট হেডস’ নামেরবিশেষ চ্যাট সুবিধার মাধ্যমে পর্দা থেকেই চ্যাট করা যাবে বন্ধুদের সঙ্গে।আর অ্যাপস থেকে যেসব কাজ করা যেতে, যেমন—সর্বশেষ অবস্থার হালনাগাদ, কমেন্ট, লাইক দেওয়াসহ সব ধরনেরও কাজও ‘হোম’ অ্যাপসের মাধ্যমে স্মার্টফোনের মূলপর্দা থেকেই করা যাবে। প্রতিটি নোটিফিকেশন আলাদাভাবে চলে আসবে।
এ বিষয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, অ্যান্ড্রয়েডযেহেতু মুক্ত সোর্সের আওতায় তাই আমরা শুরুতে অ্যান্ড্রয়েডে হোম সুবিধাটিযুক্ত করেছি। ক্রমান্বয়ে যাতে অন্য অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন, ট্যাবলেটেও এ সুবিধা পাওয়া যায় সে বিষয়েও আলোচনা চলছে।
(২৪ এপ্রিল/২০১৩) নিউজরুম.