মল্লিকা শেরওয়াত—নামটা বললেই যেন আইটেম সং আর ঝাঁ-চকচকে কোনো চরিত্রের কথা চোখে ভাসে। নিজেকে হয়তো সেভাবেই দেখতে চাইতেন এই অভিনেত্রী। মাঝে হলিউডে অভিনয়ের ব্যাপারেও বেশ আগ্রহী হতে দেখা গিয়েছিল তাঁকে। তবে এখন বলছেন, ‘অভিনয় করার মতো চরিত্রে কাজ করতে চাই এখন। গ্ল্যামারাস চরিত্র বা আইটেম গান করতে চাই না আর। সচেতনভাবেই এ সিদ্ধান্ত নিয়েছি। আইটেম গানের অনেক প্রস্তাব পাচ্ছি, কিন্তু সুচিন্তিতভাবেই ফিরিয়ে দিচ্ছি সব।’ মল্লিকা যে আসলেই অভিনয় করতে চাইছেন, তার প্রমাণ রাখছেন ডার্টি পলিটিকস ছবিটি দিয়ে।কেসি বোকাডিয়া পরিচালিত এই ছবিতে মল্লিকা আসছেন আগাগোড়া সাধারণ ভারতীয় নারী হিসেবেই।
(২৪ এপ্রিল/২০১৩) নিউজরুম.