স্পিকার হচ্ছেন ড. শিরীন শারমিন চৌধুরী

0
109
Print Friendly, PDF & Email

জাতীয় সংদের স্পিকার নির্বাচিত হচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড.শিরীন শারমিন চৌধুরীগুরুত্বপূর্ণ এ সাংবিধানিক পদে প্রথমবারের মতোনির্বাচিত করা হচ্ছেএকজন নারীকেসংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখহাসিনা আগ্রহী হওয়ার কারণে আওয়ামী লীগের নীতি নির্ধারক পযার্য় থেকে শিরীনশারমিনের প্রতি সমর্থনও দেওয়া হয়েছেপাশপাশি ডেপুটি স্পিকার পদেওআসছে পরিবর্তনবর্তমান ডেপুটি স্পিকার কর্ণেল (অব) শওকত আলীকেপ্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টসূত্র
রাষ্ট্রপতি পদে অ্যাডভোকেট আবদুল হামিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় স্পিকার পদটি শূন্য রয়েছেএ পদে বেশকয়েকজনের নাম শোনা গেলেও শিরীন শারমিন চৌধুরীর স্পিকার হওয়া প্রায় নিশ্চিতবলে জানিয়েছেন একাধিক সূত্রআর শিরীন শারমিন চৌধুরী স্পিকার হলেতিনি হবেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকারতবে ডেপুটি স্পিকার কেহবেন তা নিয়ে এখন পর্যন্ত কাউকে চূড়ান্ত  করা হয়নিসংশ্লিষ্টদের মতে, একাধিক ব্যক্তির নাম আলোচনায় এলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদে একজন নারীকে নির্বাচিত করতে আগ্রহ প্রকাশ করেন

প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, কৃষিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সাবেকস্বরাষ্ট্রমন্ত্রী নারী হওয়ায় আর্ন্তজাতিক অঙ্গনে নারীর ক্ষমতায়ন নিয়েআলোচায় স্থান পায় বাংলাদেশএ ক্ষেত্রে স্পিকার হিসেবে একজন নারীকেনির্বাচিত করলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও জানান সংশ্লিষ্টরাতবেতাদের মতে আবদুল হামিদের রাজনৈতিক প্রজ্ঞার তুলনায় রাজনীতিতে নবীন ড.শিরীন শারমিন চৌধুরীর জন্য স্পিকারের পদটি হবে অত্যন্ত চ্যালেঞ্জেরউচ্চশিক্ষিত এই নারী সুনামের সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় চালালেওবিরোধী দলের কাছে গ্রহণ যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও চাপের মধ্যে থাকতে হবেবলে ধারণ‍া করা হচ্ছে
আগামী অধিবেশনে সংসদ সদস্য পদ রক্ষার জন্যইবিরোধী দল সংসদ অধিবেশনে যোগ দেবেনসেক্ষেত্রে দায়িত্ব নিয়েই বিরোধী দলেরউত্তপ্ত বিতর্ক মোকাবেলা করার পরীক্ষায় পড়বেন তিনিএদিকে স্পিকারপদে ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ সদস্য আবদুল মতিন খসরু এবং ফজলে রাব্বিমিয়ার নামও প্রস্তাব করা হয়েছেতবে প্রধানমন্ত্রীর আগ্রহের কারণে শিরীনশারমিন চৌধুরীর প্রতি সমর্থন দিয়েছে আওয়ামী লীগ নেতারাএরই মধ্যে শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরাতিনি পদ গ্রহণে সম্মতিও জানিয়েছেন

সরকারদলীয় একাধিক সংসদ সদস্য জানান, সংরবিক্ষত নারী আসন থেকে প্রতিমন্ত্রী হওয়াশিরীন শারমিন চৌধুরীকে এ গুরু দায়িত্ব নেওয়ার মানসিক প্রস্ততি নিতে বলাহয়েছে

২৩-০৪-২০১৩.

 

শেয়ার করুন