‘অভিনয়ের চেয়ে পরিচালনার কাজটি বরাবরই আমার খুব পছন্দের। তাই বিরতির পরপরিচালনার কাজটি দিয়েই ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এ মাসের শেষে কিংবা মেমাসের শুরুতেই ভাবছি নাটকটির শুটিং শুরু করব। নাটকটি হবে হুমায়ূন আহমেদপরিচালিত নিমফুল। নাটকটির পুনর্নির্মাণের মধ্য দিয়ে আবার পরিচালনায় ফিরছি।’ বললেন মেহের আফরোজ শাওন।
শাওন আরও বলেন, ‘গত দেড় বছর আমি মানসিকভাবেবেশ বিপর্যস্ত ছিলাম। তাই মানসিক আনন্দের জন্যই পরিচালনার কাজটি করারসিদ্ধান্ত নেওয়া। আমার মনে হচ্ছে, এই কাজের মধ্য দিয়ে হয়তো আমার মানসিকআনন্দ ফিরে পাব।’
গত শতকের নব্বইয়ের দশকে হুমায়ূন আহমেদের ‘চোখ’ গল্পঅবলম্বনে নির্মিত নিমফুল নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেনআসাদুজ্জামান নূর। শাওনের পরিচালনায় এবার ওই চরিত্রে অভিনয় করবেন চঞ্চলচৌধুরী। জানা গেছে, পুনর্নির্মাণ করা হলেও নাটকের নামে কোনো পরিবর্তন হচ্ছেনা। তবে আগে যাঁরা অভিনয় করেছিলেন, তাঁদের মধ্যে এবার অভিনয় করবেন আমীরুলহক চৌধুরী।
মেহের আফরোজ শাওন সর্বশেষ পরিচালনা করেন ২০১১ সালের আগস্ট মাসে। নাটকের নাম মাঝে মাঝে তব দেখা পাই।
২৩-০৪-২০১৩.