নাটোরের সিংড়ায় ¯^াস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসুচির আওতাধীন ২০১২-১৩ইং অর্থ বছরে “হেলথ এডুকেশন এন্ড প্রমোশন” কার্যক্রমের জন্য “ঝঃৎবহমঃযবহরহম ড়ভ ঐড়ংঢ়রঃধষ ঐবধষঃয ঊফঁপধঃরড়হ” শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে হলরুমে গড়ঃযবৎ ধহফ ঈযরষফ ওহঃবমৎধষ ডবষভধৎব ঙৎমধহরতধঃরড়হ নামক একটি কলসাল্টিং ফার্ম এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন- ডাঃ আঞ্জুমান আরা, উপজেলা ¯^াস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর জেলা সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলাম, সিনিয়র ¯^াস্থ্য শিক্ষা অফিসার মোঃ শফিকুল ফেরদৌস, কলসাল্টেন নজরুল ইসলাম, ডাঃ নাজমূল হক, ঘঐঈঐঋ ্ গঈওডঙ এর সম¯^য়কারী রাকিবুল হাসান প্রমূখ। সভায় হাসপাতাল ¯^াস্থ্য শিক্ষা জোরদারে গুরুত্ব দেয়া হয়।
২২ এপ্রিল /২০১৩.