বিদ্যার খুঁত ধরল শ্বশুরবাড়ির মানুষ!

0
153
Print Friendly, PDF & Email

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী, গ্রন্থকীট আর সাজানো-গোছানো বিদ্যা বালানের নাকি গুণের শেষ নেই! তবে শেষপর্যন্ত বিদ্যা বালানের একটা দোষ অবশ্য খুঁজে পাওয়া গেছেবিদ্যা নাকি ভালো রাঁধুনি নন! বিদ্যার এ দোষ খুঁজে বের করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন
সম্প্রতি মনের মানুষ সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে ঘর বেঁধেছেন ডার্টি পিকচারখ্যাত বিদ্যা বালানএক খবরে মিড-ডে জানিয়েছে, সুদর্শনা বাঙালি বধূ আর পরিবারের সদস্যদের যত্নআত্তি করে এরই মধ্যে শ্বশুরবাড়িতে ভালোবউ হিসেবে খ্যাতি জুটেছিল তাঁরঅবশ্য বিদ্যার দেবর কুনাল রয় কাপুর সম্প্রতি বিদ্যা বালানের রান্না-বিদ্যার খুঁতটি ধরতে পেরেছেন
কুনাল রয় কাপুরের দাবি, রান্নায় বিদ্যার দক্ষতা একেবারেই কমতবে কুনাল যে কেবল বিদ্যার খুঁতই ধরেছেন তা নয়, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে রীতিমতো প্রশংসাও ঝরেছে অভিনেতা ও মঞ্চনাট্য পরিচালক কুনাল রয় কাপুরের মুখ থেকে
কুনাল জানিয়েছেন, প্রতি সপ্তাহে পরিবারের সব সদস্য একসঙ্গে জড়ো হনএরপর আলোচনা শুরু হতেই তার কেন্দ্রে চলে আসেন বিদ্যা বালাননিজের কাজের গল্প বলেন তিনিতবে কাজের মতো পরিবারের প্রতিও সমান গুরুত্ব তাঁরপরিবারের সদস্যদের বাদ দিয়ে কোনো কিছুই ভাবেন না বিদ্যা বালান
কুনাল আরও জানিয়েছেন, বিদ্যা রাঁধতে না জানলেও ক্ষতি কি? সবাইকে যে ভালো রাঁধতে জানতে হবে, তেমন তো কোনো কথা নেই!

২২ এপ্রিল /২০১৩.

শেয়ার করুন