ফুটবলের ‘দুষ্ট বালক’ হিসেবে লুইস সুয়ারেজ অনেক আগে থেকেই পরিচিত। বিভিন্ন সময় মাঠে বর্ণবাদী আচরণের জন্য ধিক্কৃত হয়েছেন তিনি। শাস্তিও পেতে হয়েছে তাঁকে বিভিন্ন সময় বিভিন্ন খারাপ আচরণের জন্য। কিন্তু এবার মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়কে ‘কামড়’ দিয়ে নিন্দিত হলেন লিভারপুলের এই উরুগুইয়ান ফরোয়ার্ড।
অ্যানফিল্ডে রোববার চেলসির বিপক্ষে লিভারপুলের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে সুয়ারেজ এই কাণ্ড করেন। খেলার একপর্যায়ে তিনি চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড় দিয়ে বসেন। খেলা শেষে অবশ্য সুয়ারেজ নিজেই ইভানোভিচের কাছে গিয়ে ব্যাপারটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
কামড়কাণ্ডে যথেষ্টই অনুতপ্ত সুয়ারেজ। তিনি নিজেই ব্যাপারটিকে ‘ক্ষমার অযোগ্য’ আচরণ হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, ‘আমি ক্ষমার অযোগ্য এ আচরণের জন্য ইভানোভিচ তো বটেই, লিভারপুলের কোচ, অন্যান্য সতীর্থ ও সমর্থকের কাছে ক্ষমা চেয়েছি। আমি সত্যিই লজ্জিত এ আচরণের জন্য।’ চেলসির গোলরক্ষক পিওতর চেক ম্যাচ শেষে জানিয়েছেন, ইভানোভিচ নাকি এ ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
লিভারপুল ম্যানেজার ব্রেন্ডন রজার্স সুয়ারেজের সঙ্গে ব্যাপারটি নিয়ে বসেছেন বলে জানা গেছে।ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তিনি সুয়ারেজকে তিরস্কারও করেছেন।ক্লাবের কাছে সুয়ারেজের এই কাণ্ড যে অগ্রহণযোগ্য, সেটা তিনি স্পষ্ট ভাষাতেই তাঁকে জানিয়ে দিয়েছেন।
এদিকে লিভারপুল ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইয়ান আইয়ার জানিয়েছেন, দুঃখজনক এ ঘটনার ফলে ফুটবল অ্যাসোসিয়েশনের যেকোনো শাস্তিই মাথা পেতে নিতে প্রস্তুত লিভারপুল ক্লাব।তিনি সুয়ারেজের আচরণকে হতাশাজনক হিসেবে অভিহিত করেন।
অ্যানফিল্ডের ম্যাচটি আগাগোড়াই সুয়ারেজের জন্য ছিল ঘটনাবহুল। দ্বিতীয়ার্ধে বক্সের মধ্যে হ্যান্ডবল করে চেলসিকে তিনি উপহার দেন একটি পেনাল্টি। পরে তো ‘কামড়কাণ্ডে’ বিতর্কের ঝড়ই তুলে ফেললেন। ওয়েবসাইট।
২২ এপ্রিল /২০১৩.