ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তির পথ প্রশস্ত হচ্ছে

0
162
Print Friendly, PDF & Email

ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তিসহ সীমান্ত চুক্তি সম্পাদনে কাল মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় একটি সংবিধান সংশোধনী বিল পেশ হতে যাচ্ছে
ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এই বিল রাজ্যসভায় পেশ করবেনএরপর বিলটি সংসদের নিম্নকক্ষ লোকসভায় যাবে
এই বিল অনুমোদিত হলে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি সম্পাদনের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছেএকই সঙ্গে ভারত ও বাংলাদেশের ভূখণ্ডে থাকা ১৬২টি ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদন হওয়ার পথও খুলে যাবে
ভারতের ভূখণ্ডে রয়েছে বাংলাদেশের ৫১টি ছিটমহলঅন্যদিকে বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে ভারতের ১১১টি ছিটমহল
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়-সংক্রান্ত একটি চুক্তি সই হয়ভারত সরকার এই চুক্তি সম্পাদনের লক্ষ্যে ভারতের সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়কিন্তু বিজেপি ও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপত্তি ওঠেএরপর কেন্দ্রীয় সরকার এ নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেতারপর ঐকমত্যের ভিত্তিতে এই বিল পেশ করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার
বিলটি লোকসভার আগে রাজ্যসভায় পেশ করার বিষয়ে আজ সোমবার সকালে সিপিএমের কমিটির সদস্য এবং সাবেক সাংসদ নীলোত্পল বসুর সঙ্গে যোগাযোগ করা হয়তিনি প্রথম আলো ডটকমকে জানান, অর্থবিষয়ক ছাড়া অন্য যেকোনো বিল লোকসভার আগে রাজ্যসভায় পেশ করা যায়

২২ এপ্রিল /২০১৩.

শেয়ার করুন