টাচস্ক্রিনে শেখার প্রতি আগ্রহ বাড়ে শিশুদের

0
168
Print Friendly, PDF & Email

টাচস্ক্রিনের প্রতি শিশুর আগ্রহ তার শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারেসম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন

সম্প্রতিসোসাইটি ফর রিসার্চ ইন চাইল্ড ডেভেলপমেন্টনামের এক সম্মেলনে যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য জানিয়েছেনতাঁদের ভাষ্য, পাঁচ বছরের কম বয়সী শিশুদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানার কৌতূহল থাকে অনেক বেশিস্মার্টফোন, ট্যাবলেট, গেম কনসোল সম্পর্কে তারা অনেক বেশি উত্সাহী হয়অনেক ক্ষেত্রে দেখা যায়, স্মার্টফোনের স্ক্রিনে তারা টাচ করে বা বাটনে ক্লিক করে কী ঘটে, তা উত্সাহ নিয়ে দেখছে

টাচস্ক্রিনে শিশুদের এই আগ্রহ দেখানোর বিষয়টি তার শেখার ক্ষেত্রটিতে ইতিবাচক হতে পারে বলেই জানিয়েছেন গবেষকেরা

তাঁরা আরও জানিয়েছেন, দুই থেকে তিন বছর বয়সী শিশুরা ভিডিও স্ক্রিনের ক্ষেত্রে বেশি সাড়া দেয় এবং তা স্পর্শ করে দেখতে চায়শিশুদের জন্য টাচস্ক্রিন যত শেখার উপযোগী হবে, ততই তা তার বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেটাচস্ক্রিনে স্পর্শের মাধ্যমে শিশুরা দ্রুত প্রযুক্তি সম্পর্কে শিখতে পারে

টাচস্ক্রিনে শিশুর আগ্রহের বিষয়টি দেখে অধিকাংশ মা-বাবা খুশি হলেও অনেকেই আবার এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যানগবেষকেরা শিশুদের টাচস্ক্রিন প্রযুক্তির উত্সাহ নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন

২২ এপ্রিল /২০১৩.

শেয়ার করুন