শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭০টি হলেও কিছু বিশ্ববিদ্যালয় এখনো ন্যূনতম মান অর্জন করতে পারেনি। তবে কিছু বিশ্ববিদ্যালয় সফল হয়েছে।
আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আশা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে তিনি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচালনার জন্য বর্তমান সরকার নতুন একটি আইন করেছে।এই আইন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়ক হবে।কিন্তু যারা শিক্ষা নিয়ে ব্যবসা ও প্রতারণা করবে, তাদের হাতও রুদ্ধ হবে।সবাইকে এ আইনটি যথাযথভাবে মানার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।সমাবর্তনে এক হাজার ৯০০ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।
২২ এপ্রিল /২০১৩.