২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত মামলায় মুফতি হান্নানের জবানবন্দি গ্রহণকারী একজন বিচারকের দেওয়া সাক্ষ্য প্রত্যাহার চেয়ে করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
আবেদনটি উপস্থাপিত হয়নি বিবেচনায় আজ সোমবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তা খারিজ করে দেন।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুর কাদের প্রথম আলো ডটকমকে বলেন, আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে আদালত তা খারিজ করে দিয়েছেন।২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত মামলায় মুফতি হান্নানের জবানবন্দি গ্রহণকারী এক ম্যাজিস্ট্রেটের দেওয়া সাক্ষ্য প্রত্যাহার চেয়ে আবেদনটি করা হয়েছিল।
মুফতি হান্নানের করা এ আবেদনের ওপর শুনানি শেষে ১৭ এপ্রিল হাইকোর্ট আদেশের জন্য আজকের তারিখ ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুর কাদের।
গত ৩ ফেব্রুয়ারি ঢাকার তত্কালীন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া ২১ আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি মামলায় সাক্ষ্য দেন। পরদিন আসামিপক্ষ ওই সাক্ষ্য গ্রহণের বিষয়ে আপত্তি দেয় এবং তা প্রত্যাহার করার আবেদন করে। আদালত তা নাকচ করে দেন। এই আদেশের বিরুদ্ধে ৭ ফেব্রুয়ারি মুফতি হান্নান হাইকোর্টে রিভিশন আবেদন করেন বলে জানা গেছে।
২২ এপ্রিল /২০১৩.