সঞ্জয় দত্তকে কারাদণ্ড দিয়েছেন আদালত

0
174
Print Friendly, PDF & Email

২১ মার্চ সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালতআত্মসমর্পণেরও সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সঙ্গেরায় পুনর্বিবেচনা করার জন্য অবশ্য আবেদনের সুযোগ ছিলসময় ছিল এক মাসগত শুক্রবার সেটাই করলেন সঞ্জয়ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দিল্লিভিত্তিক একটি আইনজীবী দল সঞ্জয়ের হয়ে আবেদনপত্র তৈরি করে আদালতের কাছে জমা দিয়েছেসামনের সপ্তাহেই হয়তো বিষয়টি বিবেচনা করে দেখবেন ভারতের সুপ্রিম কোর্টএদিকে বসে নেই এই তারকা, হাতে আছে সাতটি ছবির কাজআত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া চার সপ্তাহের মধ্যেই কাজগুলো শেষ করতে চাইছেন সঞ্জয়জি মিডিয়া ব্যুরো

(২২ এপ্রিল/২০১৩)নিউজরুম.

শেয়ার করুন