২১ মার্চ সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আত্মসমর্পণেরও সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সঙ্গে। রায় পুনর্বিবেচনা করার জন্য অবশ্য আবেদনের সুযোগ ছিল। সময় ছিল এক মাস। গত শুক্রবার সেটাই করলেন সঞ্জয়। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দিল্লিভিত্তিক একটি আইনজীবী দল সঞ্জয়ের হয়ে আবেদনপত্র তৈরি করে আদালতের কাছে জমা দিয়েছে। সামনের সপ্তাহেই হয়তো বিষয়টি বিবেচনা করে দেখবেন ভারতের সুপ্রিম কোর্ট। এদিকে বসে নেই এই তারকা, হাতে আছে সাতটি ছবির কাজ। আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া চার সপ্তাহের মধ্যেই কাজগুলো শেষ করতে চাইছেন সঞ্জয়। জি মিডিয়া ব্যুরো।
(২২ এপ্রিল/২০১৩)নিউজরুম.