বাংলা উইকিপিডিয়া দায়িত্ব পেলেন সুব্রত রায়

0
128
Print Friendly, PDF & Email

ইন্টারনেটে বাংলা ভাষায় সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার (http://bn.wikipedia.org) নতুন প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদীর সুব্রত রায়২০ এপ্রিল থেকে তিনি বাংলা উইকিপিডিয়ার একাদশ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন২০১০ সাল থেকে বাংলা উইকিপিডিয়া কাজ করছেন সুব্রত রায়বর্তমানে তাঁর সম্পাদনার সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে; এ ছাড়া তৈরি করেছেন সাত শতাধিক নিবন্ধ
বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি তিনি ইংরেজি উইকিপিডিয়া, উইকিডাটা ও মুক্ত ছবির উন্মুক্ত ভান্ডার উইকিকমন্সেও অবদান রাখছেনপ্রশাসকের দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, ‘ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলা উইকিপিডিয়াভবিষ্যতে বাংলা উইকিপিডিয়াকে মোটামুটি গ্রহণযোগ্য ও স্বয়ংসম্পূর্ণ অবস্থায় দেখতে চাইএ অবস্থায় নিয়ে যেতে নিয়মিত কাজ করে যাওয়ার কথাও বলেন তিনিউল্লেখ্য, বাংলা উইকিপিডিয়ায় সাধারণ ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ভিত্তিক নিবন্ধের মান উন্নয়ন ও নতুন নিবন্ধ তৈরি করে থাকেন
প্রশাসকেরা উইকিপিডিয়ার প্রশাসন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেনউইকিপিডিয়ার নিয়ম-নীতি ও শৃঙ্খলা বজায় রাখেন প্রশাসকেরাবর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত সুব্রত রায় বাংলা উইকিপিডিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়, খেলা, কৃষিসহ সমসাময়িক নানা বিষয়ে নিবন্ধ তৈরি ও মান উন্নয়নে কাজ করে চলেছেনবাংলা উইকিপিডিয়ার উন্নয়নে তিনি আরও কাজ করতে চান

 

(২২ এপ্রিল/২০১৩) নিউজরুম.

 

শেয়ার করুন