চাঁদপুরে আউটসোর্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে

0
149
Print Friendly, PDF & Email

যুবশ্রেণীকে অনলাইনে আয়ের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে চাঁদপুরে শুরুহয়েছে বিনা মূল্যে পাঁচ দিনের অনলাইনে আয়বিয়ষক প্রশিক্ষণ কর্মশালালার্নিং অ্যান্ড আর্নিংশীর্ষক এ কর্মশাালায় জেলার বিভিন্নশিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) মন্ত্রণালয়ের আয়োজনে চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলারসার্কিট হাউস মিলনায়তনে গতকাল রোববার কর্মশালায় বক্তব্য দেন চাঁদপুর জেলাপ্রশাসক মো. ইসমাইল হোসেন, আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব মো. বিল্লাল হোসেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মো. ফরিদুল ইসলাম মজুমদার, স্বনির্ভর বাংলাদেশেরচেয়ারম্যান এস এম আল হোসায়নীসহ অনেকেএ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেস্বনির্ভর বাংলাদেশপ্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এইপ্রশিক্ষণ চলবে২৫ এপ্রিল প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণকরা হবে

(২২ এপ্রিল/২০১৩) নিউজরুম.

শেয়ার করুন