টাচপ্যাডটা ছুঁয়েই শূন্যে হাত উঁচিয়ে লাফ দিলেন। রুবেল রানার লড়াইটা ছিল আসলে নিজের সঙ্গেই। ব্যাকস্ট্রোকে নিজের এত দিনের আধিপত্য কি ধরে রাখতে পারবেন? লড়াইয়ে জিতলেন প্রথম দিনেই। ক্যারিয়ারের গোধূলিতেও ৫০ মিটার ব্যাকস্ট্রোকে জিতলেন সোনা। সেই ২০০২ সাল থেকে এই ইভেন্টের একক আধিপত্য নৌবাহিনীর সাঁতারুর।
সর্বশেষ বাংলাদেশ গেমসে সর্বোচ্চ নয়টি সোনা ও একটি রুপা জিতেছিলেন রুবেল রানা। ১১ বছর পর আরেকটি বাংলাদেশ গেমসে নেমে প্রথম দিনেই সফল। ইসলামাবাদ সাফ গেমসের সোনাজয়ী এখনো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। এমন সাফল্যের রহস্য কী? হাসিমুখে বললেন, ‘সবচেয়ে বড় কথা হলো ইচ্ছাশক্তি। এটা থাকলে সব সময় পারফর্ম করা সম্ভব।’ যোগ করলেন, ‘নেভিতে সারা বছর ট্রেনিংয়ের মধ্যেই থাকতে হয়। এ মাসের শেষ সপ্তাহে আন্তবাহিনীর সাঁতার আছে। এর জন্যও কঠোর অনুশীলন করেছি।আশা করি গেমসে সবগুলো ইভেন্টেই সোনা জিতব।’
রুবেল রানা রেকর্ড করতে পারেননি। তবে মিরপুর সাঁতার কমপ্লেক্সে কাল আটটি ইভেন্টের তিনটিতে হয়েছে নতুন জাতীয় রেকর্ড। বিকেএসপির রোমানা আক্তার মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাই (২ মিনিট ৪৪.১৫ সেকেন্ড) ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে (৫ মিনিট ৫৫.২০ সেকেন্ড) রেকর্ড গড়েছেন। অন্য রেকর্ডটি নৌবাহিনীর মাহফিজুর রহমানের। ৫০ মিটার ফ্রি-স্টাইলে তাঁর রেকর্ডটা ২৪.৪১ সেকেন্ডের। সেনাবাহিনীর জুয়েল আহমেদ সোনা জিতেছেন ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। মহিলাদের ৫০ মিটার ফ্রি-স্টাইলের সোনা নৌবাহিনীর নাজমা খাতুনের, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন বিকেএসপির নাঈমা আক্তার।
নৌবাহিনীর চার সাঁতারু—নাজমা খাতুন, সোনিয়া আক্তার (টুম্পা), লাকী আক্তার ও মাহফুজা খাতুনকে নিয়ে বিতর্ক ছিল গেমসের শুরুতেই। আনসার কর্মকর্তাদের বাধার মুখে কাল এরা সাঁতার কস্টিউম পরে সকালে ঘণ্টা খানেক বসে রইলেন। শেষ পর্যন্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিনের মধ্যস্থতায় পুলে নামেন তাঁরা। এমন ঘটনায় বেশ বিব্রত নাজমা বললেন, ‘আমরা ভাবতেই পারিনি এই পরিস্থিতিতে পড়ব। আমাদের সবার পারফরম্যান্সে এর প্রভাব পড়েছে আজ।’
প্রথম দিনে দুটি ইভেন্টে নেমেই রেকর্ড। তাই বেশ ফুরফুরে মেজাজে পুলে ঘুরছিলেন কিশোরগঞ্জের কিশোরী রোমানা। ২০০৮ সালের প্রতিভা অন্বেষণের আবিষ্কার রোমানা বিকেএসপিতে সুযোগ পান সে বছরই। বয়সভিত্তিক সাঁতারে গত বছর চারটি রেকর্ডসহ ৬টি সোনা জিতেছিলেন। এরপর জাতীয় সাঁতারে জেতেন ৪টি সোনা।প্রথমবার বাংলাদেশ গেমসে অংশ নিয়ে এমন কীর্তি গড়ে উচ্ছ্বসিত নবম শ্রেণীর ছাত্রী, ‘আমি সোনা জিতব এমনটাই ভেবেছিলাম। কিন্তু রেকর্ড গড়ে জিতব সেটা ভাবিনি।’ কারার মিজান, কারার ছামেদুলদের উত্তরসূরি কি তাহলে আসছে?
(২১ এপ্রিল/২০১৩)নিউজরুম.