আধিপত্য কি ধরে রাখতে পারবেন রুবেল

0
221
Print Friendly, PDF & Email

টাচপ্যাডটা ছুঁয়েই শূন্যে হাত উঁচিয়ে লাফ দিলেনরুবেল রানার লড়াইটা ছিল আসলে নিজের সঙ্গেইব্যাকস্ট্রোকে নিজের এত দিনের আধিপত্য কি ধরে রাখতে পারবেন? লড়াইয়ে জিতলেন প্রথম দিনেইক্যারিয়ারের গোধূলিতেও ৫০ মিটার ব্যাকস্ট্রোকে জিতলেন সোনাসেই ২০০২ সাল থেকে এই ইভেন্টের একক আধিপত্য নৌবাহিনীর সাঁতারুর
সর্বশেষ বাংলাদেশ গেমসে সর্বোচ্চ নয়টি সোনা ও একটি রুপা জিতেছিলেন রুবেল রানা১১ বছর পর আরেকটি বাংলাদেশ গেমসে নেমে প্রথম দিনেই সফলইসলামাবাদ সাফ গেমসের সোনাজয়ী এখনো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেনএমন সাফল্যের রহস্য কী? হাসিমুখে বললেন, ‘সবচেয়ে বড় কথা হলো ইচ্ছাশক্তিএটা থাকলে সব সময় পারফর্ম করা সম্ভবযোগ করলেন, ‘নেভিতে সারা বছর ট্রেনিংয়ের মধ্যেই থাকতে হয় মাসের শেষ সপ্তাহে আন্তবাহিনীর সাঁতার আছেএর জন্যও কঠোর অনুশীলন করেছিআশা করি গেমসে সবগুলো ইভেন্টেই সোনা জিতব
রুবেল রানা রেকর্ড করতে পারেননিতবে মিরপুর সাঁতার কমপ্লেক্সে কাল আটটি ইভেন্টের তিনটিতে হয়েছে নতুন জাতীয় রেকর্ডবিকেএসপির রোমানা আক্তার মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাই (২ মিনিট ৪৪.১৫ সেকেন্ড) ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে (৫ মিনিট ৫৫.২০ সেকেন্ড) রেকর্ড গড়েছেনঅন্য রেকর্ডটি নৌবাহিনীর মাহফিজুর রহমানের৫০ মিটার ফ্রি-স্টাইলে তাঁর রেকর্ডটা ২৪.৪১ সেকেন্ডেরসেনাবাহিনীর জুয়েল আহমেদ সোনা জিতেছেন ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতেমহিলাদের ৫০ মিটার ফ্রি-স্টাইলের সোনা নৌবাহিনীর নাজমা খাতুনের, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন বিকেএসপির নাঈমা আক্তার
নৌবাহিনীর চার সাঁতারুনাজমা খাতুন, সোনিয়া আক্তার (টুম্পা), লাকী আক্তার ও মাহফুজা খাতুনকে নিয়ে বিতর্ক ছিল গেমসের শুরুতেইআনসার কর্মকর্তাদের বাধার মুখে কাল এরা সাঁতার কস্টিউম পরে সকালে ঘণ্টা খানেক বসে রইলেনশেষ পর্যন্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিনের মধ্যস্থতায় পুলে নামেন তাঁরাএমন ঘটনায় বেশ বিব্রত নাজমা বললেন, ‘আমরা ভাবতেই পারিনি এই পরিস্থিতিতে পড়বআমাদের সবার পারফরম্যান্সে এর প্রভাব পড়েছে আজ
প্রথম দিনে দুটি ইভেন্টে নেমেই রেকর্ডতাই বেশ ফুরফুরে মেজাজে পুলে ঘুরছিলেন কিশোরগঞ্জের কিশোরী রোমানা২০০৮ সালের প্রতিভা অন্বেষণের আবিষ্কার রোমানা বিকেএসপিতে সুযোগ পান সে বছরইবয়সভিত্তিক সাঁতারে গত বছর চারটি রেকর্ডসহ ৬টি সোনা জিতেছিলেনএরপর জাতীয় সাঁতারে জেতেন ৪টি সোনাপ্রথমবার বাংলাদেশ গেমসে অংশ নিয়ে এমন কীর্তি গড়ে উচ্ছ্বসিত নবম শ্রেণীর ছাত্রী, ‘আমি সোনা জিতব এমনটাই ভেবেছিলামকিন্তু রেকর্ড গড়ে জিতব সেটা ভাবিনিকারার মিজান, কারার ছামেদুলদের উত্তরসূরি কি তাহলে আসছে?

(২১ এপ্রিল/২০১৩)নিউজরুম.

শেয়ার করুন