প্রিয়াংকার জুতা নিলামে

0
125
Print Friendly, PDF & Email

আশা করি, আমি এমন পরিবেশ তৈরি করতে সাহায্য করব, যেখানে মেয়েরা নিরাপদ থাকবেইউনিসেফের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় তেমনই একটা পরিবেশ তৈরি করতে চাই, বিশেষ করে গ্রামের মেয়েদের জন্যগত শুক্রবার ইউনিসেফ আয়োজিত সেভ দ্য গার্ল ক্যাম্পেইন’-এ এমনটাই বললেন প্রিয়াংকা চোপড়াওই আয়োজনে প্রিয়াংকা নিলামে তুললেন তাঁর ব্যবহূত জুতাবিক্রি হলো আড়াই লাখ রুপিতেএই টাকা খরচ করা হবে সুবিধাবঞ্চিত মেয়েদের জন্যসম্প্রতি দিল্লিতে পাঁচ বছর বয়সী একটি মেয়ে শারীরিকভাবে নির্যাতনের শিকার হওয়ার প্রসঙ্গটি এলে প্রিয়াংকা বলেন, ‘মেয়েদের ভালোভাবে দেখভালের জন্য মা-বাবাকে যথেষ্ট সচেতন করার চেষ্টা করছি আমরাপাশাপাশি ছেলেরা যেন নারীদের প্রতি সম্মানজনক আচরণ করেএ ব্যাপারেও মা-বাবাদের সচেতন করে তোলার জন্য সচেষ্ট আমরা
পিটিআই

 

(২২ এপ্রিল/২০১৩) নিউজরুম.

 

শেয়ার করুন