কোয়ারটি কিবোর্ডের জায়গা নিতে পারে কালক (কেএএলকিউ) নামের নতুন একটি টাইপিং পদ্ধতি। এতে কোয়ারটি পদ্ধতির চেয়েও দ্রুত টাইপ করা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষকেরা দাবি করেছেন, তাঁরা এমন একটি টাচস্ক্রিন কিবোর্ড তৈরি করেছেন যাতে দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে দ্রুতগতিতে টাইপ করা সম্ভব। টাচস্ক্রিনের কোয়ারটি লেআউটের তুলনায় কালক নামের নতুন লেআউট ব্যবহার করলে ৩৪ শতাংশ দ্রুতগতিতে টাইপ করা যাবে।
গবেষকেরা জানিয়েছেন, বর্তমান সময়ের মোবাইল ফোন ও ট্যাবলেটে টাইপিং ধীরগতির। এর একটি সীমাবদ্ধতা হচ্ছে কোয়ারটি লেআউটের ব্যবহার।বৃদ্ধাঙ্গুলির সাহায্যে টাচস্ক্রিনে কোয়ারটি লেআউটের ব্যবহারে টাইপ করার গতি সাধারণ কিবোর্ডের তুলনায় ধীরগতির। টাচস্ক্রিন কোয়ারটি কিবোর্ডে প্রতি মিনিটে মাত্র ২০ টি শব্দ টাইপ করা যায়।
গবেষকেরা কোয়ারটির তুলনায় দ্রুতগতিতে টাইপ করা যায় এমন কিবোর্ড লেআউট নিয়ে গবেষণা করছিলেন। গবেষকেরা বৃদ্ধাঙ্গুলির নড়াচড়ার বিষয়গুলো পর্যবেক্ষণ করে ‘কালক’ নামে নতুন একটি লেআউট উদ্ভাবন করেছেন। এ লেআউটে স্ক্রিন মূলত দুটি অংশে বিভক্ত। এ লেআউটটির বামদিকে ১৬টি বাটন ও ডানদিকে ১২ টি বাটন রয়েছে। লেআউটে ‘ভাওয়েল’গুলো একদিকে রাখা হয়েছে।
গবেষকেরা জানিয়েছেন, কালক ব্যবহারের সুবিধা হচ্ছে যখন একদিকের বৃদ্ধাংগুলিতে টাইপ চলবে আরেকটি প্রস্তুত হয়ে থাকবে।
১ মে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য সিএইচআই ২০১৩ সম্মেলনে এ কিবোর্ড লেআউট সম্পর্কে জানাতে পারেন গবেষকেরা।
(২১ এপ্রিল/২০১৩) নিউজরুম।