কেবল Èচিরশত্রু‘ শাহরুখ খানের সঙ্গে ক্যামেরার সামনে দঁাড়াতে হবে বলেই Èবোম্বে টকিজ‘ ছবির গানে অংশ নিতে অস্বীকৃতি জানালেন সালমান খান।
বলিউডের অন্যতম প্রভাবশালী দুই তারকা শাহরুখ ও সালমানের সাপে-নেউলে সম্পর্কের অবসান আদেৌ হবে কি না, তা নিয়ে ভক্তদের মাঝে সংশয়ের টানাপোড়েন আছে বহু দিন ধরেই। তবে খুব শিগগির যে এ সংশয়ের অবসান ঘটবে না, তা স্পষ্ট।সম্প্রতি নিজেদের শত্রুতাকে আরেক কাঠি ওপরে নিয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই তারকা। জানিয়েছে Èটাইমস অব ইন্ডিয়া‘।
ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত Èবোম্বে টকিজ‘ ছবির বিশেষ একটি গানের শুটিংয়ে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল সালমানকে। গানটিতে বলিউডের বেশ কয়েকজন নামীদামি তারকার সঙ্গে শাহরুখকেও দেখা যাবে, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আর কোনো কিছু না ভেবেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন সালমান।
(২১ এপ্রিল/২০১৩)নিউজরুম।