ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করলেন গতকাল শনিবার। ২০০৭ সালে বিয়ে হয়েছিল তাঁদের। আর দুজনের প্রথম দেখা আরও ১০ বছর আগে।
১৯৯৭ সালে সুইজারল্যান্ডে ঐশ্বরিয়া শুটিং করছিলেন তাঁর প্রথম ছবি ঔর পেয়ার হো গ্যায়া ছবির। আর অভিষেক সেখানে গিয়েছিলেন বাবা অমিতাভ বচ্চনের মৃত্যুদাতা ছবির সেট দেখতে। ঐশ্বরিয়ার সহ-অভিনেতা ববি দেওল পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁদের। মেয়ে আরাধ্যকে নিয়ে বিবাহবার্ষিকীর দিনটা আনন্দেই কাটানোর পরিকল্পনা করেন তাঁরা। তবে ঐশ্বরিয়া মেয়ের দেখাশোনার ফাঁকে সময় পাচ্ছেন কম। মেয়েকে নিয়ে নাকি রোজ সন্ধ্যায় মায়ের বাড়িতে যাচ্ছেন তিনি; যাতে সেখানে নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হতে পারে আরাধ্য। জি মিডিয়া ব্যুরো।
(২১ এপ্রিল/২০১৩) নিউজরুম।