হাত চুলকাচ্ছে ব্যাট ধরার জন্য

0
142
Print Friendly, PDF & Email

মাঠে খেলা হচ্ছে আর তিনি বসে আছেন বাইরেমাঠে ঢুকলেও ঢুকছেন সতীর্থদের জন্য পানি আর তোয়ালে নিয়েএমন অভিজ্ঞতা এর আগে খুব বেশি না থাকলেও আঙুলের চোট জিম্বাবুয়েতে এবার সেই অভিজ্ঞতাই দিচ্ছে তামিম ইকবালকেহারারেতে তারেক মাহমুদকে দেওয়া সাক্ষাকারে বাংলাদেশ দলের এই ওপেনার বললেন মাঠের বাইরে থাকার অভিজ্ঞতার কথা

 দর্শক হয়ে খেলা দেখতে কেমন লাগছে?l
তামিম ইকবাল: এখানে তো আমার কিছু করার নেইফিট থাকলে অবশ্যই খেলতামএই উইকেটে আমি হয়তো খারাপ ব্যাটিং করতাম নাতবে এখনো আশা করছি দ্বিতীয় টেস্টে খেলবএকটা টেস্ট খেলিনি বলে আফসোস করছি নানা, খেলা নিয়ে আমি চিন্তিত নই, তবে আমার হাতটা নিয়ে একটু বেশিই চিন্তিত
 সর্বশেষ আলট্রাসনোগ্রামে তো চিড় ধরা পড়ল হাড়েদ্বিতীয় টেস্টের আগে সুস্থ হওয়া সম্ভব?l
তামিম: এখনো আমার চার সপ্তাহ শেষ হয়নিআগামী মঙ্গলবার শেষ হবেসর্বশেষ স্ক্যানে দেখা গেছে জায়গাটা এখনো পুরোপুরি সারেনিনা সারার আগেই কিছু করা মানে ঝুঁকি থেকে যাওয়াআমাদের আশা ছিল আরেকটু তাড়াতাড়ি সারবেসেটা হয়নি
 চোট পাওয়ার পর থেকেই ব্যাটিং থেকে দূরে আছেনএখন পুরোপুরি সুস্থ হলেও তোl প্রায় প্র্যাকটিস ছাড়াই খেলতে হবেএটাকে সমস্যা মনে করছেন না?
তামিম: টুকটাক নক শুরু করেছিতাতেও আগামী চার-পাঁচ দিনে হয়তো মানসিকভাবে এক শ ভাগ তৈরি হতে পারব নাতবে এখনকার চেয়ে অনেক ভালো অবস্থায় যাওয়া সম্ভবআর সেরে গেলেই যে খেলতে পারব, তাও নাদুই-তিনটা ব্যাটিং সেশনের পর বুঝতে পারব ব্যথাটা সহ্য করতে পারব কি পারব নাঅতটুকু ব্যথা নিয়ে আমি খেলতে পারব কি পারব না, সেটার ওপর অনেক কিছু নির্ভর করে
 খেলা চলাকালে মাঠের বাইরে বসে থাকা, পানি নিয়ে যাওয়াএই অভিজ্ঞতা তো খুবl বেশি নেই আপনারদ্বাদশ খেলোয়াড় হিসেবে নিজের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করবেন?
তামিম: (হাসি) দলে আসার পর এটা সম্ভবত দ্বিতীয় টেস্ট, যেটা আমি খেলছি নাএর আগে শ্রীলঙ্কায় একটা টেস্ট খেলিনিনতুন অভিজ্ঞতা তো অবশ্যইতবে এই অভিজ্ঞতার মধ্যে বেশি দিন না থাকাই ভালোযদিও না খেললেও আমি সবার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করিকোচ যে বার্তা দেন সেটা মাঠে পৌঁছে দেওয়ার চেষ্টা করিএকজন দ্বাদশ খেলোয়াড়ের যা যা করা উচিত আমি সেভাবেই কাজ করছিটিমকে সাহায্য করা, পানি খাওয়ানো সবই করছি
 হারারেতেl হোটেল থেকে মাঠ বেশি দূরে নয় বলে একাদশের বাইরে থাকা খেলোয়াড়েরা মাঠে আসা-যাওয়া করছেন দৌড়েএটা যদিও ফিটনেস ধরে রাখারই অংশ, কিন্তু আপনি তো বোধহয় এসবে অভ্যস্ত নন…
তামিম: আমরা সকালে মাঠে যাই দৌড়ে, আসিও দৌড়েব্যাটিং যেহেতু করতে পারছি না, ফিটনেসের ওপর একটু কাজ করতে পারলে আমার জন্যই ভালো হবেআশা করি দলে যখন ফিরব তখন আরও বেশি ফিট থাকব, যেমনটা আগেও ছিলাম
 সবাই খেলছে আর আপনি বসে আছেনদৌড়াদৌড়ি যা করার মাঠের বাইরে করছেনবিরক্ত লাগে না?l
তামিম: অবশ্যই…বিরক্ত তো লাগেইসত্যি বলতে কি, বাংলায় যেটাকে বলে চুলকাচ্ছেব্যাট ধরার জন্য আমার হাত চুলকাচ্ছে…কখন ব্যাট ধরব! কিন্তু এমন একটা অবস্থায় আছি যে কিছুই করতে পারছি না
 আগে কখনো ব্যাটিং না করে এতদিন ছিলেন?l
তামিম: অপারেশনের পর ছিলামকিন্তু তখন খেলাও ছিল নাখেলা চলাকালীন এ রকম কখনো ব্যাটিং না করে ছিলাম না
 জিম্বাবুয়েতে আগের সফরটাও ভালো কাটেনি আপনারঅনেক বিতর্ক-সমালোচনারl মধ্যে পড়েছিলেনযার জেরে আপনাকে আর সাকিব আল হাসানকে নেতৃত্ব থেকেই সরিয়ে দেওয়া হলোএবার এখানে আসার পর সেই স্মৃতিও কি হানা দিচ্ছে?
তামিম: এটা তো অবশ্যই মাথায় থাকেএকটা বাজে অভিজ্ঞতা নিয়ে ফিরেছিলাম আমরাতবে প্রত্যেক সফরেই একজন ক্রিকেটারের বিশেষ একটা লক্ষ্য থাকেখেলতে পারলে এবার আমারও লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের জন্য ইতিবাচক কিছু করে আগের বাজে স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা
 এবার কি সাকিবের সঙ্গেl কথা হয়েছে আগের তিক্ত অভিজ্ঞতা নিয়ে?
তামিম: যদি আমাদের কোনো দোষ থাকত বা যদি কোনো ভুল করে থাকতাম তাহলে নিশ্চয়ই আলোচনা করতামআমরা জানি যে আমাদের কোনো ভুল ছিল না, আমাদের কোনো দোষও ছিল নাএটা নিয়ে তাই আমাদের মধ্যে কোনো কথাও হয় নাবলতে পারেন ব্যাপারটাকে আমরা গুরুত্বই দিই না
 ব্রায়ান ভিটরির সঙ্গে কথা হয়েছে এবার?l
তামিম: দেখা হলে হায়-হ্যালো হয়তা ছাড়া আর কোনো কথা হয় নাওর সঙ্গে ওরকম বাড়তি খাতিরও নেই আবার খারাপ কিছু্ও নেইযত দূর জানি সে খুব ভালো মানুষ
 শুনলাম ভিটরি নাকি ডিনার করতে চান আপনার সঙ্গেডাকলে যাবেন?l
তামিম: অবশ্যই যাবএতবার ও আমাকে আউট করেছে, একবার তো তার আমাকে ডিনারে ডাকাই উচিত…(হাসি)

 

(২১ এপ্রিল/২০১৩) নিউজরুম।

 

শেয়ার করুন